Advertisement
Advertisement
Delhi Elections 2025

খয়রাতির পালটা খয়রাতি! দিল্লি দখলে বিজেপির ভরসা সেই ‘রেওড়ি’

প্রচার এবং প্রতিশ্রুতির বহরে কোনওভাবেই পিছিয়ে থাকতে নারাজ গেরুয়া শিবির।

BJP likely to match up with AAP's promises for Delhi Elections 2025

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:January 10, 2025 5:00 pm
  • Updated:January 10, 2025 5:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনী রাজনীতিতে ‘রেওড়ি’ পছন্দ করতেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেটা অবশ্য অনেক আগের কথা। তারপর বিরোধীদের পালটা ‘রেওড়ি’ রাজনীতি শুরু করেছে বিজেপিও। ২০২৪ লোকসভা নির্বাচন, ছত্তিশগড়-মধ্যপ্রদেশের নির্বাচন, মহারাষ্ট্র নির্বাচন এবং হরিয়ানা নির্বাচনে সেই খয়রাতি রাজনীতিতে সাফল্যও এসেছে। সেই সাফল্যকে হাতিয়ার করেই দিল্লির ভোট ময়দানে নামতে চলেছে বিজেপি।

শোনা যাচ্ছে, দিল্লির ভোটে জিততে একের পর এক খয়রাতি প্রকল্পের প্রতিশ্রুতি দিতে পারে বিজেপি। আসলে প্রায় ৩ দশক দিল্লি জয় করতে পারেনি গেরুয়া শিবির। বিজেপি জানে, দিল্লিতে খয়রাতির রাজনীতিতেই সাফল্য পেয়েছে আপ। সেই পথ ধরতে চায় বিজেপি। হরিয়ানা, মধ্যপ্রদেশে যে সব প্রকল্প সফল হয়েছে সেগুলিই দিল্লিতে পুনরাবৃত্তি করতে পারে গেরুয়া শিবির। লাডলি বহেনা প্রকল্প মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে বিপুল সাফল্য এনে দিয়েছিল বিজেপিকে। এবার দিল্লি দখলে সেই প্রকল্প রাজধানীতে চালু করার প্রতিশ্রুতি দিয়ে গেরুয়া শিবির প্রচারে নামতে পারে বলে সূত্রের খবর। এই প্রকল্পের নাম দেওয়া হতে পারে ‘পেয়ারি দিদি’ যোজনা। এই প্রকল্পে মহিলাদের ২ হাজার ৫০০ টাকা ভাতা দেওয়া হবে। এছাড়াও বিদ্যুতে বিপুল ছাড় দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতে পারে গেরুয়া শিবিরের ইস্তাহারে।

Advertisement

অন্যদিকে, সূত্রের খবর, কেজরিওয়ালকে চাপে রাখতে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারে বিজেপি। মন্দির, গুরুদ্বারে ৫০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ নিখরচায় জোগানোর প্রতিশ্রুতি দিতে পারে তারা। ইস্তাহারে থাকতে পারে নিখরচায় পানীয় জলের প্রতিশ্রুতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই দিল্লিতে একাধিক পরিকাঠামো সংক্রান্ত প্রকল্পের উদ্বোধন করেছেন। আগামী দিনে আরও একাধিক প্রতিশ্রুতি ঘোষণা করতে পারে গেরুয়া শিবির।

দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি, কংগ্রেস তিন শিবিরই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে। আপ ইতিমধ্যেই ৭০ আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। কংগ্রেসও অধিকাংশ আসনে প্রার্থী ঘোষণা করেছে। তবে সে তুলনায় খানিকটা পিছিয়ে বিজেপি। গেরুয়া শিবির ঘোষণা করেছে ২৯ আসনের প্রার্থী। তবে প্রচার এবং প্রতিশ্রুতির বহরে কোনওভাবেই পিছিয়ে থাকতে নারাজ গেরুয়া শিবির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement