সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরোধীরা যতই রে রে করে গেল গেল রব তুলুক, এখনই যে তাঁরা যাচ্ছে না বা তাঁদের যাওয়ানো যে অতটা সহজ নয়, তা আরও একবার প্রমাণ করলেন বিজেপি সেনাপতি অমিত শাহ৷ এনডিএ জোট ভেঙে ২০১৯-এর লোকসভায় একলা চলার ঘোষণা করেছিল যে শিব সেনা, দু’দিন কাটার সঙ্গে সঙ্গেই তাঁদেরই দলের ভিতর থেকে উঠে আসছে অন্য জল্পনা৷ সূত্রের খবর, প্রথমে বিজেপি-র সঙ্গত্যাগের কথা বললেও অমিত-উদ্ধব বৈঠকের পর নিজেদের সিদ্ধান্ত বদল করেছেন তাঁরা৷ যার অর্থ, ২০১৪-র মতো আসন্ন লোকসভাতেও এনডিএ-র জোটসঙ্গী হয়েই লড়াই করতে দেখা যেতে পারে শিব সেনাকে৷
[মেয়ের আশঙ্কাই সত্যি হল, প্রণবের ফেক ছবিতে ছেয়েছে নেটদুনিয়া]
ঘর বাঁচাতে বুধবারই অন্যতম জোটসঙ্গী শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ চেষ্টা করেন মানভঞ্জন করে ২০১৯-এ এনডিএ জোটকে রক্ষা করার৷ কিন্তু তার আগেই বিজেপির বিরুদ্ধে বিষোদ্গার করে শিব সেনা৷ মুখপত্র ‘সামনা’তে তাঁরা স্পষ্ট করে জানায়, আসন্ন লোকসভায় একক শক্তিতেই লড়াই করবে৷ কোনও গেরুয়া ছাতার তলায় আসার প্রয়োজন পড়বে না তাঁদের৷ বিরোধীদের জোটবদ্ধ হতে দেখে ২০১৮-এর লক্ষ্যে নিজেদেরও ঘর গোছাতে শুরু করেছে গেরুয়া শিবির৷ সে লক্ষ্যে ‘Sampark for Samarthan’ নামক একটি নয়া উদ্যোগ গ্রহণ করেছেন দলের সর্বভারতীয় সভাপতি৷ এই উদ্যোগে, এনডিএ জোটের সমস্ত সঙ্গীদের বাড়ি বাড়ি গিয়ে মান ভাঙানোর কাজ করছেন খোদ অমিত শাহ৷ কথা বলে শুনছেন তাঁদের অভাব, অভিযোগ নিয়ে৷ তবে বিজেপির এই নয়া উদ্যোগের কড়া সমালোচনা করা হয় শিব সেনার মুখপত্র ‘সামনা’তে৷ বলা হয়, শিব সেনা এমন একটি দল যাঁরা জনগণের জন্য ও জনগণের হয়ে কাজ করে৷ কিন্তু বিজেপির সঙ্গে সম্পর্ক রাখা মানে নিজেদের সমস্ত স্বাধীনতা বিকিয়ে দেওয়া৷
[রাজনাথের সফরের মধ্যেই উপত্যকায় ফের সন্ত্রাসবাদী হামলা]
অমিত-উদ্ধব সাক্ষাতে সম্পর্কের বরফ গলেছে বলে সূত্রের খবর৷ জানা গিয়েছে, আসন্ন লোকসভাতেও গতবারের ফর্মুলাতেই একসঙ্গে লড়াই করবে বিজেপি-শিব সেনা। ৪৮ লোকসভা আসন বিশিষ্ট মুম্বইয়ে বিজেপি লড়বে ২৬টিতে ও সেনা লড়বে ২২টিতে। কেবল লোকসভা নয়, সূত্রের খবর, শাহ-ঠাকরে বৈঠকে আলোচিত হয়েছে ২০১৯-এ মুম্বইয়ে বিধানসভা নির্বাচনের রূপরেখাও। ২৮৮ আসনের মুম্বই বিধানসভায় গতবার বিজেপি লড়াই করেছিল ২৬০টি আসনে এবং শিব সেনা লড়াই করেছিল ২৮২টি আসনে।যার মধ্যে গেরুয়া শিবিরের ঝুলিতে যায় ১২২টি আসন ও শিব সেনা পকেটে পোরে ৬৩ টি আসন। মুখ্যমন্ত্রী হন, বিজেপির দেবেন্দ্র ফড়ণবিস। পরবর্তী নির্বাচনগুলিতেও মুম্বইয়ে ভাল ফলাফল করেছে বিজেপি। পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ থেকে সমস্ত নির্বাচনে নিজেদের শক্তি বাড়িয়েছে গেরুয়া শিবির। বিজেপির এক শীর্ষ নেতা জানান, উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকে নিজের দলের এই পোর্টফোলিওই ফলাও করে প্রকাশ করেন অমিত শাহ। আর তাতেই সম্ভবত গলে গিয়েছে সেনার মন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.