Advertisement
Advertisement

Breaking News

BJP leadership

উপর থেকে চাপিয়ে দেওয়া নয়, সভাপতি নির্বাচনের আগে নিচুতলার পরামর্শ চায় বিজেপি

ভোটের সময় সরাসরি মাঠে নেমে যে নেতা-কর্মীদের লড়াই করতে হয়, তাঁদের মতামতকে গুরুত্ব দিয়ে শোনার সিদ্ধান্ত নিল গেরুয়া শিবির।

BJP leadership to talk to local workers before electing party president

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:June 26, 2024 2:09 pm
  • Updated:June 26, 2024 2:09 pm  

বুদ্ধদেব সেনগুপ্ত: উপর থেকে চাপিয়ে দিলে কী হয়, লোকসভা নির্বাচন (Lok Sabha 2024) থেকে সেই শিক্ষা নিয়েছে গেরুয়া শিবির। তাই এবার আর চাপিয়ে দেওয়া নয়। সর্বভারতীয় থেকে রাজ্য সভাপতি নির্বাচনে নিচুতলার নেতা-কর্মীদের মতামত নেওয়ার সিদ্ধান্ত নিল বিজেপি।

প্রতিটি রাজ্যেই হবে বর্ধিত রাজ্য কমিটির সভা। বঙ্গ বিজেপির রাজ্য কমিটির বর্ধিত সভা হবে আগামী মাসের মাঝামাঝি। থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ কেন্দ্রীয় নেতৃত্ব। বৈঠকে অবধারিতভাবে লোকসভা ভোটে গেরুয়া শিবিরের ভরাডুবি নিয়ে কাটাছেঁড়া হবে বলে সূত্রের খবর।

Advertisement

[বিস্তারিত পড়ুন: সাংসদের বিরুদ্ধে করা মামলা সরানোর আর্জি, ‘আদালত সরতে পারে না’, মন্তব্য হাই কোর্টের

ভোটে ধাক্কা নিয়ে প্রাথমিক পর্যালোচনা হলেও সংসদের অধিবেশন শুরু হয়ে যাওয়ায় বিস্তারিত আলোচনা হয়নি। কারণ অনুসন্ধানে এবার প্রতিটি রাজ্যের নিচুতলার নেতা কর্মীদের মতামত শুনবে কেন্দ্রীয় নেতৃত্ব। সাধারণত বঙ্গ বিজেপির (BJP) দায়িত্বে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাংগঠনিক বৈঠক করেন। কিন্তু এবার সেই দায়িত্ব পালন করবেন রাজনাথ (Rajnath Singh)। কবে, কোথায় রাজ্য কমিটির বর্ধিত বৈঠক হবে তা এখনও চূড়ান্ত হয়নি। সূত্রের খবর, যেহেতু সভাপতি হিসাবে জেপি নাড্ডার (JP Nadda) মেয়াদ শেষ হচ্ছে, তাই তাঁর জায়গায় অন্য কে হলে সংগঠনের পক্ষে ভালো হয় সে বিষয়ে রাজনাথ মতামত চাইবেন। তবে নয়া রাজ্য সভাপতি নিয়ে আলোচনা হবে কি না, তা স্পষ্ট করেননি তিনি।

[বিস্তারিত পড়ুন: মহিলা যাত্রীকে গালিগালাজ, বিশ্রী অঙ্গভঙ্গি! রাতের শহরে ফের ক্যাব চালকের ‘দৌরাত্ম্য’]

জানা গিয়েছে, রাজ্যের দায়িত্বে থাকা কেষ্টবিষ্টুদের ওপর ভরসা করতে পারছে না দিল্লির নেতৃত্ব। ভোটের সময় সরাসরি মাঠে নেমে যে নেতা-কর্মীদের লড়াই করতে হয়, তাঁদের মতামতকে গুরুত্ব দিয়ে শোনার সিদ্ধান্ত নিল গেরুয়া শিবির। বিশেষ করে দক্ষিণবঙ্গের সেই বিরাট অংশে যেখানে বারবার ব্যর্থ হচ্ছে দল। কেন দাঁত ফোটানো সম্ভব হচ্ছে না, কোথায় দুর্বলতা রয়েছে তাও নিচুতলার নেতাকর্মীদের মুখ থেকেই শুনতে চায় কেন্দ্রীয় নেতৃত্ব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement