Advertisement
Advertisement

বাইক আরোহীকে মারছেন নেতার ছেলে, ভাইরাল ভিডিও

নান্নু পওয়ারের গাড়িকে ওভারটেক না করতে দেওয়ায় গাড়ি থেকে নেমে বাইক আরোহীকে মারধর করেন নান্নু৷

bjp-leaders-son-caught-in-a-video-thrashing-a-bike-rider
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 9, 2016 7:05 pm
  • Updated:September 9, 2016 7:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধুকে নিয়ে প্রমোদভ্রমণে বেরিয়েছিলেন বিধায়কপুত্র৷ থুড়ি প্রাক্তণ বিধায়কের পুত্র৷ তাঁর পথে বাধা হয়ে দাঁড়াতে হয় না কি? কিন্তু আগুপিছু এতকিছু জানতেনই না এক বাইক আরোহী৷ ব্যস! তার ফল হাতেনাতে পেতে হল তাঁকে৷ ওভারটেক না করতে দেওয়ার ‘অপরাধে’ ওই বাইক আরোহীকে রাস্তায় দাঁড়িয়ে বেধড়ক মারধর করলেন বিধায়কপুত্র৷ সঙ্গে সঙ্গে সেই মারধরের ভিডিও ভাইরাল হয়ে গেল নেটদুনিয়ায়৷

নিজের বিলাসবহুল গাড়ি করে যাচ্ছিলেন ছত্তিশগড়ের বিজেপি নেতা মন্টুরাম পওয়ারের ছেলে নান্নু পওয়ার৷ কিন্তু তাঁর পথের কাঁটা হয়ে দাঁড়ায় একটি বাইক৷ আর সেই কাঁটা উপড়ে ফেলতেই গাড়ি থেকে নেমে পড়েন নান্নু৷

Advertisement

ছত্তিশগড়ের রায়পুর থেকে প্রায় ২০০ কিমি দূরে এই ঘটনাটি ঘটে৷ অভিযোগ, নান্নু পওয়ারের গাড়িকে ওভারটেক না করতে দেওয়ায় গাড়ি থেকে নেমে বাইক আরোহীকে মারধর করেন নান্নু৷ ঘটনার ভিডিওটি নিয়ে সম্প্রতি বেশ শোরগোল পড়ে যায় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে৷ জানা যায়, ভিডিও থাকলেও পুলিশের কাছে কোন অভিযোগ এখনও দায়ের করা হয়নি৷

ভিডিও ফুটেজে দেখা যায় সেই বাইক আরোহীকে বেধড়ক মারধর করছেন নান্নু৷ প্রসঙ্গত, মন্টু পওয়ার ছত্তিশগড়ে বেশ পরিচিত নাম৷ গত বছর বিজেপিতে যোগ দেওয়ার আগে তিনি কংগ্রেসের বিধায়ক ছিলেন৷

দেখে নিন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement