Advertisement
Advertisement
Uma Bharti Tejashwi Yadav Kamal Nath

তেজস্বী যাদবের ভূয়সী প্রশংসা বিজেপি নেত্রী উমা ভারতীর গলায়, সুখ্যাতি কমল নাথেরও

ব্যাপারটা কী?

BJP leader Uma Bharti praise RJD leader Tejashwi Yadav and Congress leader Kamal Nath |Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:November 12, 2020 9:29 am
  • Updated:November 12, 2020 9:29 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি কট্টর হিন্দুত্ববাদী এবং গেরুয়াপন্থী। কয়েক দশক ধরে সক্রিয়ভাবে যুক্ত বিজেপির সঙ্গে। যুক্ত ছিলেন রাম মন্দির আন্দোলনের সঙ্গেও। সেই উমা ভারতীই (Uma Bharti) কিনা প্রশংসা করছেন লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবের। বিহারের প্রধান বিরোধী নেতাকে সার্টিফিকেট দিচ্ছেন ‘খুব ভাল ছেলে’ হিসেবে। শুনতে অবাক লাগলেও এমনটাই হয়েছে। শুধু তেজস্বীর (Tejashwi Yadav) নয়, নিজের রাজ্যের প্রধান বিরোধী নেতা কমল নাথেরও সুখ্যাতি করেছেন উমা।

আসলে বিহার ভোটের ফলাফল যাই হোক, ৩১ বছরের তেজস্বী একার হাতে বিজেপি-আরএসএস তথা মোদি-নীতীশের (Nitish Kumar) কার্যত অপরাজেয় জুটিকে যে টক্করটা দিয়েছেন, তা মন জিতেছে অনেক নেতারই। ব্যতিক্রম নন উমা ভারতীও। বিহারের ফলাফল প্রসঙ্গে বলতে গিয়ে উমা বলছিলেন,”তেজস্বী যাদব খুব ভাল ছেলে। আরেকটু বড় হলেই ও বিহারকে নেতৃত্ব দিতে পারবে।” যদিও বিজেপি নেত্রী মনে করছেন, এখনই বিহার সামলানোর মতো অভিজ্ঞতা তেজস্বীর হয়নি। তিনি বলছেন,”এবারে বিহার একেবারে সামান্য ব্যবধানের জন্য বেঁচে গেল। কারণ তেজস্বী খুব ভাল ছেলে হলেও এত কম বয়সে ও রাজ্য সামলাতে পারত না। সেই লালুই (Lalu Prasad Yadav) সবকিছুর কেন্দ্রে থাকত। আর লালু সবকিছুর কেন্দ্রে থাকলে বিহারে ফের শুরু হত জঙ্গলরাজ।”

Advertisement

[আরও পড়ুন: ‘কমল নাথের মুখ পুড়েছে’, নিজে হেরেও খুশি ‘আইটেম’ কটাক্ষের শিকার বিজেপি নেত্রী]

তবে শুধু তেজস্বীর নয়, বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা কমল নাথেরও ( Kamal Nath) প্রশংসা করেছেন উমা ভারতী। তিনি বলছেন,”কমল নাথজি এই নির্বাচনে (মধ্যপ্রদেশের উপনির্বাচন) খুব ভাল লড়াই করেছেন। বেশ কৌশলগতভাবে লড়েছেন এবারের ভোটে। হয়তো ওঁর সরকার এতদিন থাকলে এসবের প্রশ্নই উঠত না। মানুষ হিসেবেও উনি খুব ভাল। আমার দাদার মতো।” কট্টর বিজেপি নেত্রীর মুখে বিরোধী শিবিরের দুই যুযুধান নেতার এই প্রশংসা অনেককেই অবাক করেছে। কেউ কেউ আবার এর মধ্যে রাজনৈতিক সমীকরণও খুঁজছেন। যদিও, উমা ভারতীর এই প্রশংসা যে নেহাতই সৌজন্যের খাতিরে, তা নিয়ে কোনও সংশয় নেই। আর জয়ের পর প্রতিদ্বন্দ্বীর কঠিন লড়াইয়ের প্রশংসা তো ভাল যোদ্ধারই পরিচয়। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement