Advertisement
Advertisement
Suvendu Adhikari Nandigram

‘নন্দীগ্রাম থেকেই প্রার্থী হতে চাই’, শাহ-নাড্ডাদের কাছে আরজি শুভেন্দুর

আজই প্রথম দু'দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে গেরুয়া শিবির।

BJP Leader Suvendu Adhikari wants to fight 2021 election from Nandigram
Published by: Subhajit Mandal
  • Posted:March 4, 2021 6:09 pm
  • Updated:March 4, 2021 6:31 pm  

নন্দিতা রায়, নয়াদিল্লি:  বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকেই প্রার্থী হতে চান শুভেন্দু অধিকারী। দিল্লিতে দলের শীর্ষনেতাদের সামনে সেকথাই জানিয়ে এসেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। এদিন দিল্লিতে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে বঙ্গ বিজেপির কোর কমিটিকে নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় নেতারা। নাড্ডার পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা মুকুল রায়, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, অমিতাভ চক্রবর্তী, অরবিন্দ মেনন, শিবপ্রকাশের মতো নেতারা। এদিন রাজ্য নেতাদের নিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত ম্যারাথন বৈঠক করেন শাহ-নাড্ডারা।

সূত্রের খবর, ওই বৈঠকে শাহ-নাড্ডাদের শুভেন্দু জানিয়ে দিয়েছেন, তিনি নিজের পুরনো কেন্দ্র নন্দীগ্রাম থেকেই এই ভোটযুদ্ধে নামতে চান। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে তাঁর কোনও আপত্তি নেই। বৈঠক শেষে বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর এই ইচ্ছা প্রকাশের কথা স্বীকারও করেছেন। তিনি জানিয়েছেন,”শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে লড়াই করার জন্য দলের কেন্দ্রীয় নেতাদের কাছে আরজি জানিয়েছেন। নির্বাচন কমিটির বৈঠকে তা নিয়ে আলোচনা হবে।” প্রসঙ্গত, রাজীব নিজেও নিজের পুরনো কেন্দ্র ডোমজুড় থেকেই প্রার্থী হতে চান। সেকথাও জানিয়েছেন তিনি। তবে, ডোমজুড়ে যেহেতু এই পর্বে ভোট হচ্ছে না, তাই রাজীবের আরজি নিয়ে পরে আলোচনা করবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। শুভেন্দুর প্রার্থীপদ নিয়ে এবার আলোচনা হবে বিজেপির নির্বাচন কমিটির বৈঠকে।

Advertisement

[আরও পড়ুন: অবশেষে কাটল জট, চূড়ান্ত বাম-কংগ্রেস-ISF জোটের আসনরফা]

উল্লেখ্য, শাহ-নাড্ডাদের করা এই বৈঠকে প্রার্থী তালিকা নিয়ে মোটামুটি আলোচনা হলেও, প্রার্থী চূড়ান্ত করবে বিজেপির নির্বাচনী কমিটি। যা কিনা বৃহস্পতিবার সন্ধেতেই বৈঠকে বসার কথা। দলের নির্বাচন কমিশনের সেই বৈঠকে হাজির থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্বাচন কমিটির অনুমোদন পেলেই চূড়ান্ত হবে প্রার্থীতালিকা। যা আজ গভীর রাতেও প্রকাশ করতে পারে গেরুয়া শিবির। তেমনই সম্ভাবনার কথা শোনা যাচ্ছে গেরুয়া শিবির সূত্রে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement