Advertisement
Advertisement

পাক মন্ত্রীর মাথা কাটলেই নগদ ২ কোটি! মোদির অপমানের বদলা নিতে হুমকি BJP নেতার

মোদিকে 'গুজরাটের গণহত্যার কসাই' বলে কটাক্ষ করেছিলেন পাক বিদেশমন্ত্রী।

BJP leader slams Pak minister for insulting PM Modi | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:December 18, 2022 2:07 pm
  • Updated:December 18, 2022 4:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টোর (Bilawal Bhutto) মাথা কাটলেই নগদ ২ কোটি টাকা পুরস্কার! প্রকাশ্যে ঘোষণা উত্তরপ্রদেশের বিজেপি নেতার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘গুজরাটের কসাই’ বলে কটাক্ষ করেছিলেন পাক বিদেশমন্ত্রী। এই কটাক্ষের পালটা এবার পাকিস্তানের মন্ত্রীর মাথা কাটার নিদান দিলেন বিজেপি নেতা।

প্রধানমন্ত্রীকে নিয়ে বিলাবল ভুট্টোর মন্তব্যের বিরোধিতায় রবিবার দেশজুড়ে প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে বিজেপি। উত্তরপ্রদেশেও মিছিলের আয়োজন করা হয়েছিল। সেই সভামঞ্চ থেকে এবার বিতর্কিত মন্তব্য করলেন স্থানীয় বিজেপি নেতা।

Advertisement

[আরও পড়ুন: ক্যামেল ভাইরাস আতঙ্ক কাটিয়ে ফিট গ্রিজম্যানরা, আর্জেন্টিনার বিরুদ্ধে পুরো দল নামাবে ফ্রান্স]

উত্তরপ্রদেশের বাঘপতের জেলা পঞ্চায়েত সদস্য় মনুপল বনশল। প্রকাশ্য়ে সভামঞ্চ থেকে পাক মন্ত্রীর মাথা কাটার নিদান দিলেন তিনি। সভামঞ্চ থেকে বিজেপি নেতার ঘোষণা, “বিলাবল ভুট্টোর মাথা যে কেটে আনবে তাকে ২ কোটি টাকা পুরস্কার দেব।” এরপরই চারিদিক থেকে বিজেপি নেতার নামে স্লোগান দিতে শুরু করেন উপস্থিত কর্মীরা। মঞ্চ থেকে নামার পর এ প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হলে বনশল বলেন, “হ্যাঁ আমি আজকে এই কথা বলেছি। আমাদের প্রধানমন্ত্রীকে আমরা সম্মান করি। তাঁকে নিয়ে কেউ যদি খারাপ কথা বলে আমরা তাকে ছেড়ে কথা বলব না। তাকে উচিত শিক্ষা দিতে যা যা করতে তাই করব। কোনও সমস্যা নেই।”

পাকিস্তানকে সন্ত্রাসের আঁতুড়ঘর হিসাবে চেনে গোটা দুনিয়া- রাষ্ট্রসংঘের মঞ্চে এই কথা বলেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। সেই কথার জবাব দিতে গিয়েই মোদির সঙ্গে লাদেনের তুলনা করেন পাক বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো। তিনি বলেন, “ওসামা বিন লাদেন মারা গিয়েছেন। কিন্তু গুজরাট গণহত্যার কসাই আজও বেঁচে রয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী পদে রয়েছেন তিনি।” বিলাবলের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে বিবৃতি দিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। ভারতের কেন্দ্রীয় মন্ত্রীরাও বিলাবলের এহেন মন্তব্যের বিরোধিতায় সরব হয়েছেন। মীনাক্ষী লেখি বলেছেন, নিজের দেশের মতো পাক বিদেশমন্ত্রীও দেউলিয়া হয়ে গিয়েছেন। 

[আরও পড়ুন: লগ্নে শনি, বিশ্বকাপ ফাইনালের আগে মেসির রাশি ঘেঁটে দুশ্চিন্তায় জ্যোতিষীরা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement