সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্দোলনের হাতিয়ার কৃষি আইন বিরোধিতা। আর তাতেই বাজিমাত। জম্মু-কাশ্মীরের উন্ননয় নিগমের নির্বাচনে ১১ ভোটের মার্জিনের বিজেপির (BJP) প্রাক্তন মন্ত্রীকে মাত দিলেন এক নির্দল যুব নেতা। জম্মুর সুচেতগড় আসনে প্রাক্তন মন্ত্রী শ্যামলাল চৌধুরিকে হারালেন তরণজিৎ সিং। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, সুচেতগড় আসনে তরণজিৎ পেয়েছেন ১২ হাজার ৯৬৯ ভোট। অপরদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির শ্যামলাল চৌধুরির ঝুলিতে এসেছে ১২ হাজার ৯৫৮টি ভোট। শ্যামলাল ২০১৪ সালে বিধানসভা নির্বাচনে জিতে বিজেপি-পিডিপি মন্ত্রিসভার সদস্য ছিলেন। ২০০৯ থেকেই এলাকায় দাপুটে বিজেপি নেতা হিসেবে পরিচত তিনি।
অন্যদিকে তরণজিৎ ন্যাশনাল কনফারেন্সর (NC) যুবনেতা ছিলেন। পরে দল ছেড়ে একাই লড়াই করেন। নির্বাচনী প্রচার তাঁর মূল স্লোগান ছিল, কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের বিরোধিতা। তাতেই তিনি সাফল্য পেলেন। সূত্রের খবর, সুচেতগড়-আরএস পুরা সীমানা এলাকার মানুষের সমর্থন পেয়েছেন তিনি। তাৎপর্যপূর্ণভাবে জম্মুর এই এলাকা কৃষিজীবী অধ্যুষিত। বাসমতী চালের চাষাবাদ হয়।
মঙ্গলবার গভীররাতে ডিডিসি নির্বাচনে ফলাফল স্পষ্ট হয়। ২৮০টির মধ্যে ১১০টি আসনে জয় পেয়েছে গুপকার জোট। এর মধ্যে ন্যাশনাল কনফারেন্স ৬৭, পিডিপি ২৭, পিপলস কনফারেন্স ৮, সিপিআইএ ৫ এবং জে কে পিপলস মুখমেন্ট দল পেয়েছে তিনটি আসন। ৭৪টি আসন পেলে ভূস্বর্গে একক বৃহত্তম দল হয়েছে বিজেপি। যা সাম্প্রতিক ইতিহাসে প্রথমবার। তাঁদের ঝুলিতে এসেছে ৪ লক্ষ ৮৭ হাজার ভোট। জম্মুর ছটি জেলায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারা। কাশ্মীরেও তিনটি আসনে জয় পেয়েছে গেরুয়া শিবির। পাশাপাশি, নির্দল ৪৯, কংগ্রেস ২৬, আপনি পার্টি ১২, পিডিএফ এবং ন্যাশনাল প্যান্থারস দল দুটি করে এবং বিএসপি একটি আসন পেয়েছে। তবে কয়েকটি কেন্দ্রের ভোটগণনা সাময়িক বন্ধ রাখা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.