Advertisement
Advertisement
J P Nadda

করোনা আক্রান্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, সংক্রমিত দুই রাজ্যের মুখ্যমন্ত্রীও

নাড্ডা রয়েছেন হোম আইসোলেশনে।

BJP leader J P Nadda tested positive for COVID-19
Published by: Paramita Paul
  • Posted:January 10, 2022 9:22 pm
  • Updated:January 10, 2022 9:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (Coronavirus) আক্রান্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাও (J P Nadda)। সোমবার রাতে টুইট করে নিজে সেই খবর জানিয়েছেন এই বর্ষীয়ান নেতা। মৃদু উপসর্গ রয়েছে তাঁর। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় হোম আইসোলেশনে রয়েছেন তিনি। উল্লেখ্য, এদিনই দুই বিজেপিশাসিত রাজ্য- কর্ণাটক এবং বিহারের মুখ্যমন্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন। 

টুইটারে নাড্ডা লেখেন, মৃদু উপসর্গ দেখা দিচ্ছিল। তাই আমি কোভিড পরীক্ষা করিয়েছিলাম। রিপোর্ট পজিটিভ এসেছে। সুস্থই আছি। তবে চিকিৎসকদের পরামর্শ মেনে আইসোলেশনে রয়েছি।” গত কয়েকদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছে তাঁদেরও আইসোলেশনে থাকতে এবং সময়মতো করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। উল্লেখ, এদিন করোনা আক্রান্ত হয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-ও। তিনিও আইসোলেশনে রয়েছেন। 

Advertisement

 

[আরও পড়ুন: ‘ভাত অতীত, সিঁড়ি দিয়েই ওঠানামা’, একান্ত সাক্ষাৎকারে ফিটনেস রহস্য জানালেন বিমান বসু]

সংক্রমিত হয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। জানা গিয়েছে, তাঁরও মৃদু উপসর্গও রয়েছে। রয়েছেন হোম আইসোলেশনে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইও কোভিড পজিটিভ বলে খবর। 

 

করোনা তৃতীয় ঢেউয়ে টালমাটাল গোটা দেশে। রোজই লাফিয়ে বাড়ছে সংক্রমণ। সংক্রমিত হচ্ছেন মন্ত্রী-আমলা থেকে আমজনতা সকলেই। উল্লেখ্য, রবিবারই কোভিড পজিটিভ হন বিজেপি সাংসদ বরুণ গান্ধী। সংক্রমিত হয়েছেন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। হাসপাতালে চিকিৎসাধীন তিনি। 

[আরও পড়ুন: ‘ভাত অতীত, সিঁড়ি দিয়েই ওঠানামা’, একান্ত সাক্ষাৎকারে ফিটনেস রহস্য জানালেন বিমান বসু]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement