Advertisement
Advertisement

Breaking News

Madhya Pradesh

সঙ্গে ৪০০ গাড়ির কনভয়! সাইরেন বাজিয়ে বিজেপি ছেড়ে কংগ্রেসে সিন্ধিয়া অনুগামী নেতা

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিরাট কনভয়ের ভিডিও।

BJP Leader Heads To Congress In 400-Car Convoy in Madhya Pradesh | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:June 15, 2023 12:53 pm
  • Updated:June 15, 2023 12:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কনভয় যত বড় ক্ষমতাও তত বেশি! রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীদের নিরাপত্তার খাতিরে থাকে দীর্ঘ কনভয়। আগেপিছে চলে অস্ত্রধারী নিরাপত্তারক্ষীদের গাড়ি। অন্য মন্ত্রী এবং সাংসদ-বিধায়করাও মাঝারি এবং ছোট কনভয় নিয়ে চলেন। সব্বাইকে তাক লাগিয়ে দিলেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) দাপুটে নেতা বেইজনাথ সিং (Baijnath Singh)। ৪০০ গাড়ির কনভয় নিয়ে ৩০০ কিমি পাড়ি দিয়ে ‘ঘরে’ ফিরলেন তিনি। ২০২০ সালে তৎকালীন বিদ্রোহী কংগ্রেস (Congress) নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নেতৃত্ব কংগ্রেস ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দিয়েছিলেন বৈইজনাথ। বুধবার পুরোনো দলে ফিরলেন। যদিও তাঁর চমকে দেওয়া ‘ঘরে ফেরা’ই খবরে। বিরাট কনভয় নিয়ে দানা বেধেছে বিতর্কও।

২০২০ সালে সিন্ধিয়া এবং তাঁর অনুগামীরা কংগ্রস ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেয়। ক্ষমতা হারায় কমলনাথের নেতৃত্বাধিন কংগ্রেস সরকার। ফলে মধ্যপ্রদেশে ক্ষমতায় ফেরে বিজেপি। এরপর কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর পদ পান সিন্ধিয়া। যদিও এদিন সিন্ধিয়া অনুগামী বলে পরিচিত শিবপুরীর বাহুবলী নেতা বৈইজনাথ কংগ্রেস ফিরে এলেন। রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, বিধানসভা ভোটে বিজেপি তাঁকে প্রার্থী করবে না, একথা জানতে পেরেই কংগ্রেসে ফেরার সিদ্ধান্ত নেন বৈইজনাথ। বুধবার দলীয় সভায় তাঁকে স্বাগত জানান কমলনাথ, দিগবিজয় সিংয়ের মতো রাজ্যের শীর্ষ কংগ্রেস নেতারা। বৈইজনাথের সঙ্গে তাঁর অনুগামী ১৫ জন জেলা স্তরের নেতাও কংগ্রেসে যোগ দিয়েছেন। যদিও কনভয়ই চর্চায়।

Advertisement

[আরও পড়ুন: অগ্নিগর্ভ মণিপুর সুরক্ষিত নয় হাই প্রোফাইলরাও! একমাত্র মহিলা মন্ত্রীর বাড়ি জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা]

শিবপুর থেকে ভোপালের দূরত্ব ৩০০ কিলোমিটার। ভোপালে দলীয় সভায় আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দেন বৈইজনাথ এবং তাঁর অনুগামীরা। ৪০০ গাড়ির কনভয় নিয়ে সাইরেন বাজিয়ে ওই সভায় আসেন দাপুটে নেতা। অভিনব কনভয়ের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বহু মানুষ বিরাট কনভয়ের ভিডিও পোস্ট করেন। যা বিতর্কের জন্ম দিয়েছে। ক্ষমতা প্রদর্শনেই এই কৌশল, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

[আরও পড়ুন: ‘জিহাদেই জন্নত’, ভাবাবেগে আঘাত! ‘৭২ হুঁরে’ নিয়ে ক্ষোভে ফুঁসছে কাশ্মীরের মুসলিম নেতারা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement