Advertisement
Advertisement

Breaking News

গিরিরাজ সিং

কিম জং উনের সঙ্গে মমতার তুলনা, বিতর্কে গিরিরাজ

পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার বিরুদ্ধে সরব কেন্দ্রীয় মন্ত্রী৷

BJP leader Giriraj Singh compairs Mamata Banerjee with KIm Jong Un
Published by: Tanujit Das
  • Posted:June 8, 2019 1:17 pm
  • Updated:June 8, 2019 1:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন দৈত্যরাজ হিরণ্যকশিপুর বংশধর বলে আগেই তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ যা নিয়ে বিতর্ক কিছু কম হয়নি৷ কিন্তু তাতেও বিজেপি নেতাদের কুকথার কোনও বিরাম নেই৷ এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে উত্তর কোরিয়ায় একনায়ক কিম জং উনের তুলনা টানলেন বিতর্কিত বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং৷

[ আরও পড়ুন: উত্তরপ্রদেশে প্রবল ধুলোঝড় ও বজ্রপাত, মৃত কমপক্ষে ২৬ ]

Advertisement

পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসা নিয়ে একাধিকবার সরব হতে দেখা গিয়েছে বিজেপির বিভিন্ন নেতাকে৷ প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানেও আমন্ত্রণ জানানো হয়েছিল বিজেপির ৫৪ জন রাজনৈতিক শহিদের পরিবারকে৷ শুক্রবার এই প্রসঙ্গেই মুখ খোলেন গিরিরাজ সিং৷ অভিযোগ করেন, পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভা নির্বাচন এবং তার পরবর্তী সময়ে এরাজ্যে রাজনৈতিক হিংসার বলি হচ্ছে বিরোধীরা৷ এর কারণ হিসাবে তিনি কাঠগড়ায় তোলেন মমতা সরকারকে৷ শাসকদলের সমালোচনা করেন৷ এবং মুখ্যমন্ত্রীকে কটাক্ষের সুরে কিম জং উনের সঙ্গে তুলনা করেন৷ কেন্দ্রীয় মন্ত্রী জানান, ‘‘কিম জং উনের মতো আচরণ করছেন উনি৷ ওনার বিরুদ্ধে কেউ সরব হলেই, তাঁকে হত্যা করা হচ্ছে৷ কাউকে ‘বিজয়যাত্রা’ বের করতে দেওয়া হচ্ছে না৷ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাচ্ছে, তাতে একটা বিষয় পরিষ্কার যে উনি সংবিধানে বিশ্বাস করেন না৷ উনি প্রধানমন্ত্রীকে মান্য করেন না৷ কোনও নিয়মই উনি মানতে চান না৷ ওনার শেষের শুরু হয়ে গিয়েছে৷ কারণ মানুষ উন্নয়ন চাইছে৷’’ বেগুসরাইয়ের সাংসদ যে ভাষায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন তাতে স্বভাবতই বিতর্ক মাথাচাড়া দিয়েছে৷

[ আরও পড়ুন: আসছে বর্ষা, কেরলের চার জেলায় জারি রেড অ্যালার্ট ]

প্রসঙ্গত, ইফতার পার্টিতে অংশগ্রহণ করায় গত সপ্তাহে এনডিএ জোটসঙ্গীদের সমালোচনা করে বিতর্কে জড়ান গিরিরাজ সিং৷ এই ঘটনার ফলে বিহারের এনডিএ জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে যায় রাজনৈতিক মহলে৷ ঘটনার খবর পৌঁছায় বিজেপির সর্বভারতীয় সভাপতির কানেও৷ সঙ্গে সঙ্গে হাল ধরেন অমিত শাহ৷ সূত্রের খবর দলের এই বিতর্কিত নেতাকে সাবধান হওয়ার বার্তা দেন তিনি৷ প্রকাশ্যে জানান, “বিজেপি কখনওই গিরিরাজের মন্তব্যকে সমর্থন করে না। এই মন্তব্য দুর্ভাগ্যজনক।” এমনকী, কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীকে একইভাবে আক্রমণ করেন বিজেপি নেতা সাক্ষী মহারাজ৷ গত সপ্তাহে তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়কে দৈত্যরাজ হিরণ্যকশিপুর বংশধর বলে কটাক্ষ করেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement