Advertisement
Advertisement

চারদিক ভেসে যাচ্ছে রক্তে, রাস্তায় পড়ে বিজেপি নেতার গুলিবিদ্ধ দেহ

দিল্লি পুরভোটের আগে স্থানীয় বিজেপি নেতার মৃত্যুতে চাঞ্চল্য।

BJP Leader From Delhi Shot Dead Outside Home | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Paramita Paul
  • Posted:April 21, 2022 10:19 am
  • Updated:April 21, 2022 10:19 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাহাঙ্গিরপুরীর অশান্তির ঘটনায় উত্তপ্ত রাজধানী দিল্লি (Delhi)। তার মধ্যে নিজের বাড়ির সামনে খুন হলেন স্থানীয় বিজেপি নেতা (BJP Leader Murder)। বুধবার রাতে ওই নেতার বাড়ির কাছেই গুলিবিদ্ধ হন তিনি। ব্যক্তিগত নাকি রাজনৈতিক শত্রুতা, কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম জিতু চৌধুরী। দিল্লির ময়ূরবিহারের (Mayur Bihar) ফেজ থ্রির বাসিন্দা। বুধবার রাতে ওই এলাকায় জটলা দেখে থামে পুলিশের টহলদারি ভ্যান। কর্তব্যরত পুলিশ আধিকারিক দেখেন, চারপাশ রক্ত ভেসে যাচ্ছে। মাঝে পড়ে রয়েছে গুলিবিদ্ধ দেহ। আশপাশে খোঁজখবর নিতেই মৃতের নাম-পরিচয় জানতে পারে পুলিশ। দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

Advertisement

[আরও পড়ুন: কিস্তির চেক বাউন্সের জেরে ‘খুন’! নৈহাটিতে গাড়ির শোরুম থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ]

পুলিশ জানিয়েছে, বাড়ির কাছেই জিতুকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছেন তা এখনও অজানা। ঘটনাস্থল থেকে একাধিক কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে পুলিশ (Delhi Police)। পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আততায়ীদের খোঁজ চলছে। তবে কী কারণে এই খুন তা এখনও স্পষ্ট নয়। রাজনৈতির রেষারেষি নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে এই খুন হল, তাও জানার চেষ্টা চলছে।

উল্লেখ্য, আর কয়েক মাসের মধ্যেই দিল্লির পুরভোট। তার আগে জাহাঙ্গিরপুরীর ঘটনায় উত্তপ্ত রাজধানী। এর মাঝেই ময়ূরভঞ্জের মতো অভিজাত এলাকায় স্থানীয় বিজেপি নেতার খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

[আরও পড়ুন: করোনার চতুর্থ ঢেউয়ের আগাম সংকেত? দেশে একদিনে কোভিড আক্রান্ত প্রায় ২৪০০]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement