ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ। কাঠগড়ায় বর্ষীয়ান বিজেপি নেতা তথা কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা (BS Yediyurappa)। ৮৫ বছরে ইয়েদুরাপ্পার বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করেছে কর্নাটক পুলিশ।
অভিযোগ, গত ২ ফেব্রুয়ারি এক নাবালিকা এবং তার মা একটি প্রতারণার মামলায় সহায়তা চাইতে ইয়েদুরাপ্পার কাছে গিয়েছিলেন। সে সময়ই যৌন নিগ্রহের ঘটনা ঘটে। ১৭ বছরের ওই নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে ইয়েদুরাপ্পার বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা রুজু করেছে বেঙ্গালুরুর সদাশিবনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ওই নাবালিকার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
লোকসভা নির্বাচনের আগে কর্নাটকের (Karnataka) প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই মামলা হওয়াটা বেশ তাৎপর্যপূর্ণ। কর্নাটকের লিঙ্গায়েত জনগোষ্ঠীর অবিসংবাদিত নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা এখনও সেরাজ্যের বিজেপির মুখ। বস্তুত গোটা দক্ষিণ ভারতেই বিজেপির অন্যতম বড় নেতা কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ইয়েদুরাপ্পার ছেলে বিজয়াপ্পা (BS Bijayappa) এখনও কর্নাটক বিজেপির রাজ্য সভাপতি। এবার লোকসভা নির্বাচনে তাঁকে টিকিটও দিয়েছে দল।
এ হেন নেতার বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ স্বাভাবিকভাবেই আলোড়ন ফেলে দিয়েছে। লোকসভা ভোটেও (2024 Lok Sabha Election) এর প্রভাব পড়বে। যদিও বিজেপির দাবি, এটা রাজনৈতিক ভাবে ইয়েদুরাপ্পাকে বদনাম করার ষড়যন্ত্র। ভোটের মুখে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে রাজ্যের কংগ্রেস সরকার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.