Advertisement
Advertisement

Breaking News

‘নামের আগে পাপ্পু যোগ করুন’, রাহুলকে কটাক্ষ বিজেপি নেতার

কংগ্রেসের সমালোচনা করতে ‘পাপ্পু’ অস্ত্রে শান বিজেপির৷

BJP leader Anil Vij mocks Rahul Gandhi, calls him Pappu
Published by: Tanujit Das
  • Posted:March 19, 2019 3:04 pm
  • Updated:March 19, 2019 3:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘‘আমরা ‘চৌকিদার’ লেখায়, আপনাদের অসুবিধা হচ্ছে৷ আপনারা নামের আগে ‘পাপ্পু’ যোগ করুন৷ তাতে আমাদের কোনও অসুবিধা হবে না৷’’ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে টেনে ঠিক এই ভাষাতেই কংগ্রেস সমর্থকদের কটাক্ষ করলেন বিজেপি নেতা তথা হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ৷

[চৌকিদারের পালটা, নামের আগে ‘বেরোজগার’ শব্দটি জুড়লেন হার্দিক প্যাটেল ]

Advertisement

কংগ্রেস সভাপতিকে বিভিন্ন সময় ‘পাপ্পু’ বলে কটাক্ষ করে থাকে বিজেপি শিবির৷ লোকসভায় যখন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল বিরোধীরা৷ তখন বক্তৃতা র সময় এই বিষয়টি উত্থাপনও করেছিলেন খোদ কংগ্রেস সভাপতি৷ এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আলিঙ্গন করেন তিনি৷ জানান, প্রধানমন্ত্রী তাঁকে ঘৃণা করলেও, তিনি তেমনটা মনে করেন না৷ কিন্তু এরপরেও রাহুলের সঙ্গ ত্যাগ করেনি ‘পাপ্পু’ ট্যাগ৷ এখনও তাঁকে কটাক্ষ করতে এই ট্যাগই ব্যবহার করেন বিজেপি নেতারা৷ যা এদিন করলেন অনিল ভিজ৷

[বিপদের দিনে ভাইয়ের পাশে, অনিলের বকেয়া টাকা মেটালেন দাদা মুকেশ আম্বানি]

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের প্রচারে বিরোধীদের শক্তিশালী অস্ত্রকেই মোক্ষম কৌশলে ব্যবহার করেছে বিজেপি৷ যে ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান তুলে এতদিন প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতেন রাহুল গান্ধী৷ সেই স্লোগানকেই এবার হাতিয়ার করেছে গেরুয়া শিবির৷ ইতিমধ্যে ‘ম্যায় ভি চৌকিদার’ ক্যাম্পেন প্রকাশ করেছে বিজেপি৷ ‘ম্যায় ভি চৌকিদার’ ভিডিও প্রকাশ করা হয়েছে৷ যেখানে দেশের বিভিন্ন শ্রেণির মানুষকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর আস্থা রেখে দিতে শোনা যাচ্ছে ‘আমিও চৌকিদার’ স্লোগান৷ সচেতনতামূলক বিভিন্ন বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে প্রচারমূলক সেই ছোট ছোট ভিডিও৷ এমনকী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপি সভাপতি অমিত শাহ-সহ কেন্দ্রীয় মন্ত্রীরা, প্রত্যেকেই টুইটারে নিজেদের নাম পরিবর্তন করেছেন৷ প্রত্যেকে নামের আগে ‘চৌকিদার’ যোগ করেছেন৷ যা নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা৷ বিজেপির এই প্রচার কৌশলকেও কটাক্ষ করেছে বিরোধীরা৷ সরকারের সমালোচনা করে সদ্য কংগ্রেসে যোগদান করা পাতিদার নেতা হার্দিক প্যাটেলও টুইটারে নিজের নাম পরিবর্তন করেছে৷ টুইটারে নামের আগে ‘বেরোজগার’ যোগ করেছেন হার্দিক৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement