সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের (Amartya Sen)পাশে দাঁড়ানোয় এবার সমাজের শতাধিক বিশিষ্ট ব্যক্তিকে নিশানা করল বিজেপি (BJP)। দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya) প্রত্যেকের নাম তুলে টুইট করে একহাত নিয়েছেন তাঁদের। টুইটে যথেষ্ট আক্রমণাত্মক ভঙ্গিতে অমিত মালব্য প্রশ্ন তুলেছেন, নিজেদের পরিচয়কে কাজে লাগিয়ে অন্যায়কে সমর্থনকারী এঁরা কারা? সর্বোপরি কার নির্দেশে তাঁরা অমর্ত্য সেনের পাশে দাঁড়াচ্ছেন? এঁদের হাত থেকে সমাজের মুক্তি দরকার, টুইটের শেষাংশে এমনই লিখেছেন তিনি। অমিত মালব্যর এহেন টুইট নিয়ে স্বভাবতই সমালোচনার ঝড় উঠেছে বিশিষ্ট মহলে।
Amartya Sen, during his tenure at Viswa Bharati University in West Bengal, has indulged in gross irregularities and land grab…. Yet some 120, supposedly ‘eminent’ people, have signed a petition in his defence. Who are these people, who wish to leverage their positions to justify… pic.twitter.com/k5tnuxlupR
— Amit Malviya (@amitmalviya) April 24, 2023
জমি সমস্যা নিয়ে বিশ্বভারতী (Vishva Bharati University) কর্তৃপক্ষ ও নোবেলজয়ী অমর্ত্য সেনের মধ্যে চলতে থাকা দীর্ঘ জট নিয়ে বিশিষ্টজনেরা নিজেদের মতামত জানিয়েছিলেন। নোবেলজয়ীর বিরুদ্ধে বেআইনিভাবে জমি দখলের অভিযোগে সরব বিশ্বভারতী একাধিক পদক্ষেপ নিয়েছে। এমনকী তাঁকে উচ্ছেদ নোটিসও পাঠানো হয়েছে। এসবের জেরে বিশ্বভারতী কর্তৃপক্ষ বিশেষত উপাচার্যের ভূমিকার নিন্দা করে ১২০ জন বিশিষ্ট ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) চিঠি পাঠিয়েছিলেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে মোদিকে চিঠি পাঠান তাঁরা।
এবার সেই চিঠি হাতিয়ার করে বিজেপি আইটি সেলের (IT Cell) অমিত মালব্য টুইটে আক্রমণ করেছেন বিশিষ্টদের। শিক্ষাবিদ পবিত্র সরকার থেকে শুরু করে অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, বিপ্লব চট্টোপাধ্যায়, চন্দন সেন, লেখক ভগীরথ মিশ্র, কবি মন্দাক্রান্তা সেন, সকলের নাম উল্লেখ করেছেন টুইটে। বিদ্বজ্জনদের কলম, শিল্পীসত্ত্বা, মেধা সব কি রাজ্য সরকারের কাছে বিক্রি হয়ে গিয়েছে। প্রশ্ন তুলেছেন, এঁরা অমর্ত্য সেনকে সমর্থন করছেন কোন লাভের আশায়? এঁরা নিজেদের অবস্থান থেকে জনমানসে যথেষ্ট প্রভাব ফেলতে সক্ষম, আর তাই যাতে ভুল প্রভাব না পড়ে, সেজন্য এঁদের হাত থেকে মুক্তি দরকার। এই মতামতও জানিয়েছেন অমিত মালব্য।
উল্লেখ্য, যাঁদের কথা অমিত মালব্য টুইটে উল্লেখ করেছেন, তাঁরা প্রায় সকলেই বামমনোভাবাপন্ন। ফলে রাজ্যের শাসকদলের সঙ্গে তাঁদের ‘সখ্য’ নিয়ে তিনি যে ইঙ্গিত দিচ্ছিলেন, তা সঠিক নয় মোটেও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.