Advertisement
Advertisement

Breaking News

Rajya Sabha

শনিবার কি রাজ্যসভায় পেশ হবে অভিন্ন দেওয়ানি বিধি বিল? জল্পনা তুঙ্গে

বিজেপির নয়া নোটিশ ঘিরে বাড়ছে গুঞ্জন। ৯ ফেব্রুয়ারিই শেষ হওয়ার কথা ছিল বাজেট অধিবেশন। কিন্তু রাজ্যসভার অধিবেশন শুক্রবারই শেষ হচ্ছে না। তা আরও একদিন সম্প্রসারিত হয়েছে। এবং শনিবার রাজ্যসভার সমস্ত বিজেপি সাংসদকে অধিবেশনের সময় উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে পদ্ম শিবির।

BJP issued a whip to its MPs tomorrow for 'important legislative business' in Rajya Sabha। Sangbad Pratidin

ফাইল চিত্র

Published by: Biswadip Dey
  • Posted:February 9, 2024 4:23 pm
  • Updated:February 9, 2024 4:44 pm  

নন্দিতা রায়, নয়াদিল্লি: ৯ ফেব্রুয়ারিই শেষ হওয়ার কথা ছিল বাজেট অধিবেশন। কিন্তু রাজ্যসভার (Rajya Sabha) অধিবেশন শুক্রবারই শেষ হচ্ছে না। তা আরও একদিন সম্প্রসারিত হয়েছে। এবং শনিবার রাজ্যসভার সমস্ত বিজেপি (BJP) সাংসদকে অধিবেশনের সময় উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে পদ্ম শিবির। সেই নোটিস ঘিরে জল্পনা তুঙ্গে।

কী নিয়ে জল্পনা? আসলে যে নোটিস পাঠানো হয়ে তার বয়ান নিয়েই শুরু হয়েছে গুঞ্জন। সেখানে লেখা হয়েছে- ‘বিজেপির সব রাজ্যসভার সাংসদদের জানানো হয়েছে যে রাজ্যসভায় অতি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে শনিবার ১০ ফেব্রুয়ারি ২০২৪। বিজেপির সমস্ত রাজ্যসভার সদস্যের কাছে নিবেদন, শনিবার সারাদিন সম্পূর্ণ সময় অবশ্যই যেন উপস্থিত থেকে সরকারের প্রতি সমর্থন জানান।’

Advertisement

[আরও পড়ুন: ‘রিভাবার জন্যই সংসার ভেঙেছে! ছেলের মুখ দেখি না’, বিস্ফোরক জাদেজার বাবা]

এই নোটিসে যে ‘অতি গুরুত্বপূর্ণ’ বিষয়ের কথা বলা হচ্ছে তা কি অভিন্ন দেওয়ানি বিধি বিল (UCC)? তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। কেননা বিজেপি প্রথম থেকেই যেসব বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে তার মধ্যে তিন তালাকের অপসারণ, রামমন্দির ইত্যাদি আজ বাস্তবায়িত। বাকি রয়েছে কেবল অভিন্ন দেওয়ানি বিধি লাগু করা। তাই সেদিকেই নজর বিশেষজ্ঞদের। এক দেশ এক আইনের পথে এগতে নয়া পদক্ষেপ কি করা হবে শনিবার? কিন্তু সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, কেন রাজ্যসভায় ওই বিল পেশ করতে পারে বিজেপি? আসলে লোকসভায় কোনও বিল পেশ করার পর যখন লোকসভা ভেঙে যায়, তখন নির্বাচনের পর নতুন করে লোকসভা গঠিত হলে আগের বিলগুলি আর টেবিলে থাকে না। ফের তা পেশ করতে হয়। অন্যদিকে, রাজ্যসভার ক্ষেত্রে নিয়মটা অন্য। নির্বাচনের পরে ফের বিজেপি ক্ষমতায় এলে আর তা নতুন করে পেশ করতে হবে না। তাই মনে করা হচ্ছে,রাজ্যসভায় বিলটি পেশ করে হয়তো স্ট্যান্ডিং কমিটির কাছে তা পর্যালোচনার জন্য পাঠিয়ে রাখা হতে পারে। তার পর নতুন সরকার গঠিত হলে ফের তা নিয়ে প্রথম থেকেই আলোচনা শুরু করে দিতে পারে বিজেপি। এমনিতে আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মোদি। এই পরিস্থিতিতে পরের সরকার গঠিত হলেই নতুন নতুন বিল পাশ করানোর কাজ শুরু করে দিতে চায় বিজেপি। আর সেদিকে তাকিয়েই এই নোটিশ, এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।

প্রসঙ্গত, গত বুধবারই দেশের প্রথম রাজ্য হিসাবে অভিন্ন দেওয়ানি বিধি বিল (Uniform Civil Code) পাশ হয়েছে উত্তরাখণ্ড বিধানসভায়। একে একে সমস্ত বিজেপি শাসিত রাজ্যেই তা পেশ করা হবে বলে শোনা যাচ্ছে। এই অবস্থায় রাজ্যসভাতেও এই বিল পেশ করা হয় কিনা, সেদিকেই আপাতত নজর রয়েছে সকলের। তুঙ্গে জল্পনা।

[আরও পড়ুন: পরিবারের পছন্দের পাত্রকে বিয়েতে রাজি হতেই প্রেমিকাকে কুড়ুলের কোপ! পলাতক প্রেমিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement