Advertisement
Advertisement
President's rule in Delhi

কেজরির গ্রেপ্তারির পর দিল্লিতে রাষ্ট্রপতি শাসনের ষড়যন্ত্র! বিস্ফোরক অভিযোগ আপের

যদিও বিজেপি বলছে, এসব ভিত্তিহীন। আপ রোজ রোজ নতুন নতুন গল্প তৈরি করছে। 

BJP is trying to impose President's rule in Delhi, Says AAP

২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন আম আদমি পার্টির সুপ্রিমো

Published by: Subhajit Mandal
  • Posted:April 12, 2024 12:03 pm
  • Updated:April 12, 2024 12:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে এবার রাষ্ট্রপতি শাসন জারির ষড়যন্ত্র করছে বিজেপি। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির পর এবার নয়া অভিযোগ আম আদমি পার্টির। দিল্লির মন্ত্রী অতীশীর দাবি, বিশ্বস্ত সূত্রে তিনি খবর পেয়েছেন, দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারির ষড়যন্ত্র করছে কেন্দ্র। যদিও বিজেপির দাবি, এসব ভিত্তিহীন। আপ রোজ রোজ নতুন নতুন গল্প তৈরি করছে। 

আবগারি দুর্নীতি মামলায় জেলবন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। গত ২১ মার্চ গ্রেপ্তার হয়েছিলেন আম আদমি পার্টির সুপ্রিমো। তার পর থেকেই জেলবন্দি তিনি। সেখান থেকেই নাকি নির্দেশ দিচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁর অঙ্গুলিহেলনেই নাকি চলছে সরকার। মূলত আইনজীবীদের মারফৎ ওই নির্দেশগুলি পাঠাচ্ছেন কেজরি।

Advertisement

[আরও পড়ুন: উত্তরবঙ্গে গড় বাঁচাতে ‘জাত গোখরো’ই বিজেপির অস্ত্র, রবিবার থেকে প্রচারে মিঠুন]

অতীশীর দাবি,”অরবিন্দ কেজরিওয়ালকে একটি ভুয়ো মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কোনও প্রমাণ ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে কেজরিকে, কারণ দিল্লিতে সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। অতীতে যা যা ঘটেছে, সেই ঘটনাক্রম দেখলেই বোঝা যায়, দিল্লি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। অতীশী বলছেন, নতুন করে কোনও আইএসএসকে দিল্লিতে পোস্টিং দেওয়া হচ্ছে না। দিল্লিতে কাউকে ট্রান্সফার করে আনা হচ্ছে না। এমনকী আধিকারিকদের সরকারের ডাকা বৈঠকেও যোগ দিতে দেওয়া হচ্ছে না। অতীশীর দাবি, কেজরিওয়ালের সচিবকেও এই বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসাবেই বরখাস্ত করা হয়েছে।

[আরও পড়ুন: ইদে মন্নত, গ্যালাক্সির সিংহদুয়ারে জনজোয়ার! শাহরুখ-সলমনের ভক্তদের লাঠিচার্জ পুলিশের]

উল্লেখ্য, কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর দাবিতে ইতিমধ্যেই আদালতে দায়ের হয়েছে মামলা। যদিও দিল্লি হাই কোর্ট ও সুপ্রিম কোর্ট সেই আর্জি খারিজ করেছে। তবে এভাবে কেজরিওয়াল কতদিন জেল থেকে সরকার চালাবেন? সে প্রশ্ন উঠছেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement