ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) উপর হামলার ‘চক্রান্ত’ করছে বিজেপি (BJP)। এমনটাই দাবি আম আদমি পার্ট (AAP)-এর। দিল্লি মেট্রোর রাজীব চক ও প্যাটেল নগর স্টেশনের ছবি সম্বলিত দেওয়াল লিখনে কেজরির উপর হামলার হুমকি দেওয়া হয়েছে। এরপরেই বিষয়টি নিয়ে সরব হয়েছে আপ।
সোমবার দলের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংয়ের দাবি, কেজরির উপর হামলার ষড়যন্ত্র করা হচ্ছে খোদ প্রধানমন্ত্রীর দপ্তরের অন্দর থেকে। তিনি বলেন, “অরবিন্দ কেজরিওয়াল জামিনে মুক্ত হয়ে জেল থেকে বেরিয়ে আসার পর থেকে বিজেপি আতঙ্কের মধ্যে রয়েছে। তাই তারা কেজরিওয়ালের উপর মারাত্মকভাবে হামলা করতে চাইছে। আর এই ষড়ষন্ত্র সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পরিচালনা করা হচ্ছে। রাজীব চক ও প্যাটেল নগর মেট্রো স্টেশনে কেজরিওয়ালের উপর হামলার হুমকি দিয়ে যে দেওয়াল লিখন তাতেই এই চক্রান্তের প্রতিফলন দেখা গিয়েছে।”
আপের নেত্রী ও মন্ত্রী আতিশীও একই সুরে কেজরিওয়ালের জীবনহানির আশঙ্কা রয়েছে বলে মনে করছেন। দিল্লিতে তারা ধরাশায়ী হবে এই ভয় থেকেই বিজেপি যে কোনও প্রকার কেজরিকে তাদের রাস্তা থেকে সরাতে চাইছে বলেই ইঙ্গিত করেছেন আতিশীও। স্বাতী মালিওয়ালকে ব্যবহার করে কেজরির ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে বলেও সরব হয়েছেন আতিশী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.