সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারের নবম বর্ষপূর্তিতেই তৃতীয়বার ক্ষমতায় আসার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়তে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কেন্দ্রের বিজেপি সরকারের ৯ বছর পূর্ণ হচ্ছে ২৬ মে। তার ঠিক চারদিন পর থেকেই লোকসভা নির্বাচনকে (Lok Sabha Election) সামনে রেখে একমাসব্যাপী প্রচার অভিযান শুরু করবে গেরুয়া। যার কেন্দ্রীয় চরিত্রে অবশ্যই থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আসলে নিজের সরকারের নবম বর্ষপূর্তিতেই লোকসভা নির্বাচনের বিউগল বাজিয়ে দিতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যার শুরুটা হবে নতুন সংসদ ভবনের উদ্বোধন দিয়ে। ২৮ মে সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কর্ণাটকে (Karnataka) হারের ফলে যে নেতিবাচক হাওয়া তৈরি হয়েছে, সেটি ঘুরিয়ে দিতে এই নতুন সংসদ ভবনের উদ্বোধনের অনুষ্ঠানকে মেগা অনুষ্ঠানে পরিণত করতে চাইছে গেরুয়া শিবির। এরপরই শুরু হবে মাসখানেকের প্রচার অভিযান।
যার সূচনা হবে ৩০মে একটি বড় জনসভা দিয়ে। ৩১ তারিখই হবে তাঁর দ্বিতীয় জনসভা। একমাসে বিজেপির (BJP) শীর্ষস্তরের নেতারা ৫১টি জনসভা করবেন। এছাড়াও বিভিন্ন রাজ্যের সাংসদ, মুখ্যমন্ত্রীরা সম্ভাবনাময় মোট ৩৯৬টি লোকসভা (Lok Sabha) কেন্দ্রে জনসভা করবেন। এই লোকসভা কেন্দ্রগুলিতে কেন্দ্রীয় মন্ত্রী, বা বিজেপির কেন্দ্রীয় পদাধিকারীদের কেউ না কেউ জনসভা করতে যাবেন। এর নাম দেওয়া হয়েছে মহাজনজাগরণ যাত্রা। আরও একটি পরিকল্পনা রয়েছে বিজেপির। সরকারের ৯ বছরের পূর্তি উপলক্ষ্যে মোট ১ লক্ষ পরিবারের সঙ্গে যোগাযোগ করবে গেরুয়া শিবির। প্রতিটি লোকসভা কেন্দ্র থেকে থাকবে আড়াইশোটি করে পরিবার।
সদ্যই কর্ণাটকে ধাক্কা খেয়েছে দল। তাই এবার বিধানসভা ভোটমুখী রাজ্যগুলিতে বাড়তি জোর দেওয়া হচ্ছে। বিজেপি সূত্রের খবর, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানে বাড়তি নজর দিচ্ছে বিজেপি। এই রাজ্যগুলিতে কেন্দ্রের মোদি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রচারে পাড়ায় পাড়ায় যাবেন বিজেপি কর্মীরা। মোট কথা, এক বছর আগে থেকেই লোকসভা ভোটের জন্য আটঘাট বেঁধে নামছে বিজেপি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.