Advertisement
Advertisement

বাজেটের পর ২০০ জন বিধায়ককে iPhone 13 উপহার রাজস্থানের কংগ্রেস সরকারের, ক্ষুব্ধ বিজেপি

কংগ্রেসের মুখ্যমন্ত্রীর উপহার ফিরিয়ে দিলেন বিজেপি বিধায়করা, এতে দেনা বাড়বে বলে দাবি বিজেপির

Tendulkar accused casino of using morphed image for advertisement

ফাইল ফটো

Published by: Suparna Majumder
  • Posted:February 24, 2022 1:09 pm
  • Updated:February 25, 2022 11:53 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইফোনের(iPhone) শখ কার নেই? কিন্তু অত্যাধুনিক প্রযুক্তির এই গেজেট পেয়েও নিতে রাজি হলেন না রাজস্থানের (Rajasthan) বিজেপি (BJP) বিধায়করা। রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের দেওয়া উপহার ফিরিয়ে দিয়ে বিরোধী বিধায়করা জানিয়ে দিলেন বর্তমান আর্থিক পরিস্থিতিতে এমন দামি উপহার নেওয়া উচিত নয়। বরং এতে দেনাই বাড়বে বলে দাবি তাঁদের। স্বাভাবিক ভাবেই এমন ঘোষণায় অস্বস্তিতে মরুরাজ্যের শাসক দল।

[আরও পড়ুন:দাদরি কাণ্ডের ছায়া বিহারে! গোমাংস খাওয়ায় মুসলিম যুবককে জ্যান্ত পুড়িয়ে মারল গোরক্ষকরা]
ঠিক কী হয়েছে? ৭০০০০ টাকা মূল্যের আইফোন ১৩। গত ২৩ ফেব্রুয়ারি রাজস্থানের ২০২২-২০২৩ অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করা হয়। বাজেট পেশের পরে বেরনোর সময় বিধায়করা এই উপহার পান মুখ্যমন্ত্রী অশোক গেহলটের তরফ থেকে। রাজস্থানের বিজেপি প্রধান সতীশ পুনিয়া জানান, বিজেপি বিধায়করা সিদ্ধান্ত নিয়েছেন যে তাঁরা এই আইফোন ফিরিয়ে দেবেন।
রাজস্থানের ২০০ জনের মন্ত্রিসভার প্রত্যেককে একটি আইফোন দিতে সরকারের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হবে, সেই কারণেই এই উপহার ফিরিয়ে দেবার সিদ্ধান্ত বিজেপি বিধায়কদের। সতীশ পুনিয়া টুইট করে জানান ‘কাটারিয়াজি, রাজেন্দ্রজি এবং অন্যান্য বিধায়কদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সমস্ত বিজেপি বিধায়করা কংগ্রেস সরকারের দেওয়া আইফোন ফিরিয়ে দেবেন। সরকারের আর্থিক দুরবস্থার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।’ রাজস্থান বিধানসভায় বিজেপির মোট ৭১ জন বিধায়ক রয়েছেন।
কিন্তু কেন এমন উপহার দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার? এই প্রশ্নের উত্তরে এক কংগ্রেস বিধায়ক জানাচ্ছেন,’আমাদের বিধানসভা পেপারলেস হচ্ছে। বিধায়কদের প্রযুক্তির সাথে পরিচিত করানোর জন্যই এই পদক্ষেপ করা হয়েছে।’ তাই বাজেট পেশ করা হয়ে যাবার পর বিধায়কদের একটি ব্রিফকেসে আইফোন দেওয়া হয়। প্রসঙ্গত, ২০২১ সালে বাজেট পেশের পরে সরকার বিধায়কদের আইপ্যাড উপহার দেয়। পালটা বিজেপি বিধায়ক বাসুদেব দেভনানি বলেছেন,’প্রযুক্তির সদ্ব্যবহার করা খুবই ভাল। কিন্তু সরকারের বর্তমান আর্থিক পরিস্থিতির মধ্যে এত খরচ করে আইফোন কেনা কখনই যুক্তিসম্মত নয়।’ আরও প্রশ্ন তুলে তিনি বলেছেন, ‘এই বাজেটের ফলে রাজ্য আরও ৫ কোটি দেনার দিকে এগোচ্ছে। রাজস্ব আদায়ের কাজও তলানিতে। এই অবস্থায় দামি আইফোন কেনা কতদূর যুক্তিযুক্ত?’

Advertisement

[আরও পড়ুন:Ukraine-Russia Conflict: রাশিয়া যুদ্ধ ঘোষণা করতেই রক্তাক্ত ভারতীয় শেয়ার বাজারে! বিপুল পতন সেনসেক্সে]

]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement