সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতটা না ভোটের লড়াই, তার থেকেও বেশি টুইট যুদ্ধে গুরুত্ব বাড়াল কংগ্রেস-বিজেপি৷ বিদেশ সফরে যাওয়ার আগে সোমবার টুইট করে বিজেপির আইটি সেলকে খোঁচা দিয়ে গেলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ হুলের খোঁচায় বিন্দুমাত্র বিচলিত না হয়ে সোশ্যাল মিডিয়ায় পালটা জবাব বিজেপির৷
সোমবার নিজের টুইটারে রাহুল লেখেন, ‘‘মায়ের অসুস্থতার কারণে বিদেশ যাচ্ছি৷ কয়েক দিন বাগেই ফিরব৷ কিন্তু, আমি আমার বিজেপির সোশ্যাল ট্রোলার আর্মিদের বলে যেতে চাই, এই কয়েক দিনে তোমার ঘুমিয়ে পোড়ো না৷ আমি খুব দ্রুত ফিরে আসছি৷’’ রাহুলের এই টুইটের পরই তড়িঘড়ি পালটা জবাব দেন বিজেপি৷ সোনিয়ার সুস্থতা কমনা করে কর্ণাটক ইস্যুতে রাহুলকে খোঁচা দিতে ভোলেনি বিজেপি৷
এদিন রাহুলের লেখা টুইটকে রি-টুইট করে বিজেপির তরফে লেখা হয়, ‘‘কর্ণাটকের নতুন মন্ত্রিসভা গঠনের পর আক্ষেপ করছেন সেখানকার জনতা৷ কর্ণাটক বিধানসভার যা পরিস্থিতি, তাতে আপনি (রাহুল) বিদেশ সফর থেকে ফেরার পর এই সরকারকে আর দেখতে পাবেন তো?’’
রাহুল-বিজেপির টুইট যুদ্ধকে কেন্দ্র করে ইতিমধ্যেই দেশের রাজনীতিতে শুরু হয়েছে বিতর্ক৷ লোকসভা নির্বাচনের আগে রাহুলের বিদেশ সফরকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াজুড়ে শুরু হয়েছে ঠাট্টা৷ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে, মায়ের চিকিৎসার নাম করে এবার কতদিন বিদেশে কাটিয়ে আসবেন রাহুল? কারণ, এর আগেও হঠাৎ বিদেশে লম্বা ছুটি কাটিয়ে দেশে ফিরতেন রাহুল৷ এই লম্বা ছুটি কাটানো নিয়ে জাতীয় রাজনীতিতে কম প্রশ্নের মুখোমুখি হতে হয়নি৷ ফলে, এবার সেই বিতর্কের শুরুতেই আগাম জল ঢেলে নিজেই টুইট করে মা সোনিয়াকে নিয়ে বিদেশ সফরের কথা ঘোষণা করেই দিলেন রাহুল গান্ধী৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.