Advertisement
Advertisement
Nadda in Silchar

অসমের সংস্কৃতিকে উপযুক্ত স্বীকৃতি দিয়েছে বিজেপি, দাবি জেপি নাড্ডার

নরেন্দ্র মোদি ও অমিত শাহের জন্যই বড়োল্যান্ড সমস্যার সমাধান হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

'BJP has given due recognition to Assam's culture': Nadda in Silchar
Published by: Soumya Mukherjee
  • Posted:January 11, 2021 6:08 pm
  • Updated:January 11, 2021 6:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি হয়ে যাওয়া স্থানীয় কয়েকটি স্থানীয় নির্বাচনে ভাল ফল করেছে দল। তাই অসমে যে ফের বিজেপির সরকারই ক্ষমতায় ফিরছে সেবিষয়ে কোনও সন্দেহ নেই গেরুয়া শিবিরের। সোমবার শিলচরে সভা করতে সেই বিষয়টাই ফের স্পষ্ট করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তাঁর দল অসমের সংস্কৃতিকে উপযুক্ত সম্মান দিয়েছে বলেই এই রাজ্যের সাধারণ মানুষ সবসময় বিজেপিকে আর্শীবাদ করেন বলেও দাবি তাঁর।

সোমবার বরাক উপত্যকার শিলচরের (Silchar) জনসভায় বক্তব্য রাখতে গিয়ে জেপি নাড্ডা (Nadda) বলেন, ‘অসমের ভাষা ও সংস্কৃতিকে রক্ষা করা ভারতীয় জনতা পার্টির দায়িত্ব। তাই দল সবসময় এই ধরনের বিষয়গুলিতে গুরুত্ব দেয়। ক্ষমতায় আসার পর থেকেই শান্তিপূর্ণভাবে এই রাজ্যের উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করছে বিজেপির সরকার। সমস্ত সম্প্রদায়ের স্বার্থে কাজ করছে। তাই আগামী এপ্রিল-মে মাসে হতে চলা বিধানসভা নির্বাচনে বিজেপি ফের বিপুল ভোটে জয়লাভ করবে বলেই আমরা বিশ্বাস করি।’

Advertisement

[আরও পড়ুন: ‘স্রেফ নগ্ন ছবির লোভে দেশের সঙ্গে বেইমানি করেছি’, জেরায় স্বীকার করলেন ধৃত পাক চর]

বিজেপির জন্যই বড়োল্যান্ড সমস্যার সমাধান হয়েছে বলে দাবি করে তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্যই গত ৫০ বছর ধরে থাকা বড়োল্যান্ড সমস্যার সমাধান করতে পেরেছে অসম। তাঁদের জন্য এই চুক্তি সম্পন্ন হয়েছে আর জঙ্গিরাও সমাজের মূলস্রোতে ফিরেছে।’

প্রসঙ্গত উল্লেখ্য, অসম বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করতে দুদিনের সফরে উত্তর-পূর্বের এই রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এই সময়ে জনসভার পাশাপাশি সাংগঠনিক শক্তি ও নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে বিজেপির নেতা-কর্মীদের সঙ্গে একাধিক বৈঠক করার কথা রয়েছে জেপি নাড্ডার। ২০১৬ সালে ১২৬টি আসনবিশিষ্ট অসম বিধানসভার ৬০টিতে জয়ী হয়েছিল বিজেপি। এবার তাদের জোট ১০০টির বেশি আসন পাবে আশাবাদী গেরুয়া শিবির।

[আরও পড়ুন: প্রতীক্ষার অবসান, সেরাম ইনস্টিটিউট থেকে করোনা ভ্যাকসিন কিনছে মোদি সরকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement