Advertisement
Advertisement
Swami Vivekananda

বিবেকানন্দের ছবি বাড়িতে ঝোলালে ৩০-৩৫ বছর ক্ষমতায় থাকবে বিজেপি, দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

মহিলা মোর্চার সদস্যদের ত্রিপুরার প্রতিটি বাড়িতে স্বামীজীর ছবি পৌঁছে দেওয়ারও নির্দেশ দিয়েছেন বিপ্লব দেব।

BJP govt to stay for 30-35 yrs if Vivekananda’s pictures hung at homes: Tripura CM । Sangbad Pratidin
Published by: Soumya Mukherjee
  • Posted:October 8, 2020 5:35 pm
  • Updated:October 8, 2020 5:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের ক্ষমতায় ঠিক থাকতে স্বামী বিবেকানন্দের উপরেই আস্থা রাখছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বাড়িতে সর্বত্যাগী ওই সন্ন্যাসীর ছবি ঝুলিয়ে রাখলে এবং তাঁর বাণী দরজায় লিখে রাখলে রাজ্যে বিজেপি সরকার ৩০ থেকে ৩৫ বছর ক্ষমতায় থাকবে বলেই তিনি মনে করছেন। আর তাই ত্রিপুরার মহিলা মোর্চার সদস্যদের বাড়ি বাড়ি ঘুরে স্বামীজীর ছবি বিলি করারও নির্দেশ দিয়েছেন।

বুধবার আগরতলায় রাজ্য বিজেপি (BJP)’র সদর দপ্তরে মহিলা মোর্চার একটি অনুষ্ঠান ছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব (Biplab Deb) বলেন, ‘আমার গ্রামে আমি দেখেছি কমিউনিস্ট নেতারা তাঁদের বাড়ির বৈঠকখানায় জ্যোতি বসু, জোসেফ স্ট্যালিন, মাও সে তুং ছবি রাখে। আমরা আমাদের বাড়ির দরজায় যেখানে ভগবানের ছবি ঝোলাই, ওরা সেখানেই ওই ছবিগুলি রাখে। কিন্তু, আমরা কি গত দু-আড়াই বছরে স্বামী বিবেকানন্দ (Swami Vivekananda)’র ছবি আমাদের বাড়িতে ঝুলিয়েছি? আমাদের দল নিজেদের আদর্শ ও সংস্কাগুলি তখনই ধরে রাখতে পারবে যখন ত্রিপুরার ৮০ শতাংশ বাড়িতেই স্বামী বিবেকানন্দের ছবি ঝুলিয়ে রাখা হবে। এর ফলে এই সরকারও আরও ৩০ থেকে ৩৫ বছর ক্ষমতায় টিকে থাকবে।’

Advertisement

[আরও পড়ুন: বাক স্বাধীনতার অপব্যবহার, তবলিঘি ইস্যুতে সংবাদমাধ্যমকে কটাক্ষ সুপ্রিম কোর্টের]

গতকাল বৈঠকে দলের মহিলা মোর্চার সদস্যদের ত্রিপুরার প্রতিটি বাড়িতে স্বামী বিবেকানন্দের ছবি পৌঁছে দেওয়ার নির্দেশ দেন বিপ্লব দেব। তাঁদের বলেন,’ প্রত্যেক নাগরিকদের বাড়িতে স্বামী বিবেকানন্দের ছবি পৌঁছে দিয়ে তা যেন তাঁদের দরজায় ঝোলানো হয় তা নিশ্চিত করুন। স্বামীজী বলেছেন, কম কথা বলে কাজের প্রতি মনোনিবেশ করতে। আমরা যদি অতিরিক্ত কথা বলি তাহলে আমাদের শক্তি অযথা নষ্ট হবে। তাই বেশি কথা বলে আমরা কখনই শক্তিকে নষ্ট হতে দেব না।’

[আরও পড়ুন: ‘লাদাখে দ্রুত পালটা দিতে তৈরি বাহিনী’, বায়ুসেনা দিবসে হুঙ্কার আর কে এস ভাদুড়িয়ার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement