Advertisement
Advertisement

Breaking News

Election Commission

মোদিকে ‘অপয়া’ বলে বিপাকে রাহুল, নির্বাচন কমিশনে নালিশ বিজেপির

ক্ষমা চাইতে নারাজ রাহুল।

BJP goes to Election Commission against Rahul Gandhi's 'panauti' jibe | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:November 22, 2023 6:47 pm
  • Updated:November 22, 2023 7:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাম করেননি। ঘুরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অপয়া বলেছিলেন। এবার তাতেই বিপাকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। ওয়ানড়ের সাংসদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানিয়ে এল বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, রাহুলের মন্তব্য লজ্জাজনক এবং অসম্মানজনক।

আসলে বিশ্বকাপ ফাইনালে ভারতের পরাজয় এবং স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) উপস্থিতিকে জড়িয়ে মঙ্গলবার একটি বিতর্কিত মন্তব্য করেন রাহুল গান্ধী। রাজস্থানের জালোরে এক জনসভায় রাহুল মজাচ্ছলে বলেন,”আমাদের ছেলেরা ভালোই খেলছিল। বিশ্বকাপও জিতে যেত। কিন্তু ওই ‘অপয়া’ সব নষ্ট শেষ দিল।” নিজের ভাষণে মোদির নাম নেননি প্রাক্তন কংগ্রেস সভাপতি। কিন্তু তাঁর নিশানা যে মোদিই, সেটা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না।

Advertisement

[আরও পড়ুন: ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে রণক্ষেত্র মারাকানা, পুলিশের লাঠি, প্রতিবাদে মাঠ ছাড়লেন মেসি]

প্রত্যাশিতভাবেই কংগ্রেস (Congress) নেতার এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া আসে বিজেপির তরফে। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলে দেন, “রাহুলের এই মন্তব্য আসলে মানসিক অসুস্থতা আর অবসাদের ফসল। একজন ৫৫ বছর বয়সি লোক যিনি জীবনে কোনওদিন কাজ করেননি। যার পরিবার পরজীবীর মতো দেশকে লুট করেছে। এটা তাঁর অবসাদের ফসল।” বিজেপির বর্ষীয়ান নেতা রবিশঙ্কর প্রসাদ প্রশ্ন তোলেন, রাহুল গান্ধী কীভাবে এ কথা বলতে পারেন? তাঁকে ক্ষমা চাইতে হবে।

[আরও পড়ুন: অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা গাজায়! হামাসের সঙ্গে চুক্তি ইজরায়েলের]

বিজেপি তেড়েফুঁড়ে আক্রমণ করলেও ক্ষমা চাওয়া তো দূর, উলটে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে মোদির বিরুদ্ধে সুর আরও চড়ায় কংগ্রেস। সোশাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে চলে আসে ‘পনৌতি’। শেষমেশ বাধ্য হয়েই রাহুলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে এল বিজেপি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement