Advertisement
Advertisement

Breaking News

রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ বিজেপির

ধর্ম নিয়ে রাজনীতি করছিলেন কংগ্রেস সহ-সভাপতি?

BJP files complaint with EC against Rahul Gandhi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 14, 2017 2:33 pm
  • Updated:January 14, 2017 2:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মীয় ভাবাবেগে আঘাত করার জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ জানাল বিজেপি৷ নির্বাচনী লড়াইয়ে ধর্মীয় ভাবাবেগকে অস্ত্র হিসাবে ব্যবহার করার জন্যই রাহুলের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে৷ শুক্রবার বিজেপি’র একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের কাছে গিয়ে কংগ্রেস সহ-সভাপতির বিরুদ্ধে অভিযোগ জানায়৷

সম্প্রতি, সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল নির্বাচনে শক্তি বৃদ্ধির স্বার্থে ধর্মীয় ভাবাবেগকে কোনওভাবেই ব্যবহার করা যাবে না৷ ধর্ম থেকে নির্বাচনকে দূরে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে৷ কিন্তু আদালতের সেই রায়ের বিরুদ্ধে গিয়েই বারংবার ধর্ম নিয়ে বক্তব্য রাখছেন কংগ্রেসের রাজপুত্র৷ আর তাই তাঁর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে বিজেপি৷

Advertisement

সম্প্রতি কংগ্রেসের হাত প্রতীককে ঈশ্বরের সঙ্গে তুলনা করে বিতর্কের সৃষ্টি করেছিলেন কংগ্রেস সহ-সভাপতি৷ গত বুধবার এক সভায় বক্তব্য রাখার সময় রাহুল বলেন, কংগ্রেসের হাত চিহ্ন তাঁর কাছে ঈশ্বর স্বরূপ৷ আর এরপরেই তাঁর বক্তব্যকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়৷ ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগে তাঁর বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয় বিজেপি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement