সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানের (Rajasthan) বিধানসভা নির্বাচনের তৃতীয় প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি (BJP)। আর সেই তালিকায় দেখা গেল মহেন্দ্র সিং রাঠোরের নাম। সর্দারপুরা থেকে নির্বাচনে লড়বেন তিনি। ওই কেন্দ্রেরই কংগ্রেসের প্রার্থী মুখ্যমন্ত্রী অশোক গেহলট।
এর আগে গুঞ্জন ছিল কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতকে দাঁড় করানো হবে গেহলটের বিপরীতে। কিন্তু সেই গুঞ্জন মিথ্যে প্রমাণ করে গেহলটের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিজেপির মুখ করা হল মহেন্দ্র সিং রাঠোরকে।
বৃহস্পতিবাসরীয় বিকেলে বিজেপি প্রকাশিত নয়া তালিকায় নাম রয়েছে ৫৮ জন প্রার্থীর। সব মিলিয়ে রাজস্থানের নির্বাচনে ১৮২ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল গেরুয়া শিবির। আগামী ২৫ নভেম্বর মরুরাজ্যে ভোট। ৩ ডিসেম্বর নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে।
এর আগে অক্টোবরের তৃতীয় সপ্তাহে ঘোষিত হয়েছিল দ্বিতীয় তালিকা। সেই তালিকায় ঠাঁই পান প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধারা রাজে সিন্ধিয়া। নিজের পুরোনো আসন ঝালারপাটান থেকেই লড়বেন ‘মহারানি’। তর্কসাপেক্ষে রাজস্থানে বিজেপির সবচেয়ে বড় মুখ। অথচ এবারের বিধানসভা নির্বাচন পর্বের শুরু থেকে তাঁকে ব্রাত্য করে রাখা হয়েছিল। মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে ঘোষণা করা হয়নি। এমনকী প্রার্থী করা হবে কিনা সেটা নিয়েও সংশয় ছিল। যদিও শেষ পর্যন্ত তাঁকে প্রার্থী করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.