Advertisement
Advertisement

Breaking News

PM Modi

মাত্র ৪০ ঘণ্টায় ২৩ কর্মসূচি, রাত কাটাবেন বিমানে, কঠোর পরিশ্রমী মোদিকে কুর্নিশ বিজেপির

জাপানে ৪০ ঘণ্টা থাকবেন মোদি।

BJP explains why PM Modi travel to foreign by night only | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:May 22, 2022 12:50 pm
  • Updated:May 22, 2022 1:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই কোয়াড (QUAD) সম্মেলন। যোগ দেবেন আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধানরা। সেই সম্মেলনে যোগ দিতে রবিবার রাতে জাপানে উড়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তার আগে মোদির সফরসূচি তুলে ধরল বিজেপি নেতৃত্ব। ঘড়ির কাঁটাকে গুরুত্ব দিয়ে কীভাবে সফরসূচি সাজিয়েছেন প্রধানমন্ত্রী, তা শেখার মতো বলেই মত গেরুয়া শিবিরের।

দেখা যাচ্ছে, চলতি মাসে ৫ দেশে সফর করছেন প্রধানমন্ত্রী। এর মধ্যে মাত্র ৩ রাত থেকেছেন বিদেশ বিভুঁইয়ে। বেশিরভাগ ক্ষেত্রেই প্রধানমন্ত্রীর রাত কেটেছে বিমানযাত্রায়। সময় বাঁচাতে বেশিরভাগ ক্ষেত্রে রাতে বিমানযাত্রা সারবেন তিনি। সকালে গন্তব্যে পৌঁছে সোজা যোগ দেবেন নির্দিষ্ট কর্মসূচিতে। বিষয়টি বিস্তারিতভাবে টুইট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।

Advertisement

[আরও পড়ুন: ভোট মিটতেই বহু নাগরিকের রেশন কার্ড বাতিল যোগীরাজ্যে! সরকারি ফরমানে আতঙ্ক]

টুইটারে তিনি লিখেছেন, ২২ মে রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টোকিওর (Tokyo) উদ্দেশে রওনা দেবেন। পরের দিন সকালে সেখানে পৌঁছে সরাসরি নির্দিষ্ট কর্মসূচিতে যোগ দেবেন। চলতি মাসে সবমিলিয়ে তিনি ৫টি দেশে সফরে গিয়েছেন। সেখানে মাত্র তিন রাত তিনি বিদেশে থেকেছেন। সময় বাঁচাতে বাকি ৪ রাত বিমানে কাটিয়েছেন তিনি।” চলতি মাসে জার্মানি এবং ডেনমার্ক সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই সফরেও এক রাত করে দুই দেশে ছিলেন। বাকি সময় বিমানে কাটিয়েছেন তিনি।

 

[আরও পড়ুন: বাংলার মেয়ের অসাধ্য সাধন, অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় হুগলির পিয়ালির]

জানা গিয়েছে, এবার জাপানে (Japan) মাত্র ৪০ ঘণ্টায় থাকবেন মোদি। এর মধ্যে বিভিন্ন ধরনের ২৩টি কর্মসূচি সারবেন তিনি। এর মধ্যে যেমন তিন রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ করবেন, তেমনই জাপানের ৩০ জন সিইওর সঙ্গে আলোচনাসভায় যোগ দেবেন মোদি। সাক্ষাৎ করবেন প্রবাসী ভারতীয়দের সঙ্গেও। উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝেই বৈঠকে বসছে কোয়াড। সেখানে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden), অস্ট্রেলিয়ার নয়া প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালব্যানিজ (Anthony Albanese)। যোগ দেবেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাও (Fumio Khisida)। পাশাপাশি, মোদির সঙ্গে বাকিদের দ্বিপাক্ষিক বৈঠকও হতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement