কুলদীপ সেনেগার।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পরেই উন্নাও কাণ্ডের মূল অভিযুক্ত কুলদীপ সেনেগারকে বহিষ্কার করল বিজেপি। বৃহস্পতিবার দুপুরে তাকে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করা হয় বিজেপির তরফে। গত রবিবার ধর্ষিতার গাড়ি দুর্ঘটনার পর থেকেই ফের খবরের শিরোনামে উঠে আসে উন্নাও। তারপর থেকে উত্তরপ্রদেশের ওই জেলবন্দি বিধায়কের বিরুদ্ধে দেশব্যাপী ক্ষোভের সঞ্চার হচ্ছিল। তার বিরুদ্ধে
কড়া ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ বাড়ছিল বিজেপির অন্দরেও। আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলার শুনানি করেন। এরপরই ফের নাড়াচাড়া শুরু হয় বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্যে। আর
দুপুরেই তড়িঘড়ি উন্নাওয়ের বিজেপি সাংসদ সাক্ষী মহারাজের ঘনিষ্ঠ বলে পরিচিত কুলদীপ সেনেগারকে বহিষ্কার করা হল। ধর্ষণ, ধর্ষিতার পরিবারকে হুমকি ও গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে হত্যার চক্রান্ত করা। এই তিনটি অপরাধের
জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
গত রবিবার বিকেলে রায়বরেলিতে গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হন নির্যাতিতা ও তাঁর আইনজীবী। প্রাণ হারান তাঁর দুই আত্মীয়। এরপরই ধর্ষণের প্রমাণ লোপাট করতে খুন করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন
তাঁর মা। নির্যাতিতার কাকা কুলদীপ সেনেগার-সহ ৯ জনের বিরুদ্ধে এফআইআরও দায়ের করেন। মেয়েটির পরিবারের দাবির ভিত্তিতে এই ঘটনার তদন্তভার পায় সিবিআই। জানা যায়, গত ১২ জুলাই তাঁর ও পরিবারের নিরাপত্তা চেয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে একটি চিঠি লিখেছিলেন নির্যাতিতা। অভিযুক্ত বিধায়ক জেলবন্দি থাকলেও তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের প্রাণ মারার চেষ্টা করছে বলে অভিযোগ
জানিয়েছিলেন। কিন্তু, সেই চিঠি প্রধান বিচারপতির কাছে পৌঁছায়নি। বুধবার এই বিষয়ে ক্ষোভপ্রকাশও করেন রঞ্জন গগৈ। আর বৃহস্পতিবার আদালত খুলতেই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে এই বিষয়ে সাতদিনের মধ্যে জবাবদিহি করতে বলেন। ১২টার মধ্যে আদালতে হাজির সিবিআইকে এই বিষয়ে তাদের মন্তব্য জানানোর কথা বলেন।
কিন্তু, সলিসিটার জেনারেলের আবেদনের ভিত্তিতে ১২টার জায়গায় দুপুর দুটোর সময় সিবিআইয়ের বক্তব্য শুনবেন বলে জানান। আর দুপুরে সিবিআইয়ের বক্তব্য শোনার পর ধর্ষিতাকে শুক্রবারের মধ্যে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন যোগী প্রশাসনকে। দুর্ঘটনার তদন্ত সাতদিনের মধ্যে আর ধর্ষণের মামলা ৪৫ দিনে শেষ করার নির্দেশ দেন। কেন্দ্রীয় সরকারের তরফে তাঁর পরিবার ও আইনজীবীর নিরাপত্তার ব্যবস্থাও করতে বলেন। এই সংক্রান্ত পর্যন্ত পাঁচটি মামলা উত্তরপ্রদেশে থেকে দিল্লিতে স্থানান্তরিত করারও আদেশ দেন। আর আদালতে এই বিষয়ে শুনানি চলার মাঝেই দেশব্যাপী তৈরি হওয়া ক্ষোভ প্রশমিত করতে উদ্যোগী হয় বিজেপি। বহিষ্কার করা হয় উন্নাও ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত কুলদীপ সিং সেনেগারকে।
MLA Kuldeep Singh Sengar (Unnao rape accused) has been expelled from BJP. pic.twitter.com/GTBqkswRR1
— ANI (@ANI) August 1, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.