ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে, ‘যে গর্জায় সে বর্ষায় না।’ কার্যত এই প্রবাদকে হাতিয়ার করেই বিজেপিকে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বিজেপি সাংসদের ‘সংবিধান বদল’ সংক্রান্ত মন্তব্যের জবাবে জানালেন, ‘প্রবল গর্জন করলেও সংবিধান বদল করার সাহস বিজেপির (BJP) নেই।’ তাঁর আরও দাবি, ‘দেশের জনতা কংগ্রেসের (Congress) পাশে রয়েছেন।’
লোকসভা নির্বাচনের প্রচারে সম্প্রতি বিজেপি সাংসদ অনন্ত কুমার হেগড়ে (Anant Kumar Hegde) দাবি করেন, ‘সংবিধান সংশোধন ও কংগ্রেস জমানায় অপ্রয়োজনীয় যে বিষয়গুলি সংবিধানে যুক্ত করা হয়েছে তা সরাতে সংসদের দুই কক্ষে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন।’ তাঁর এহেন মন্তব্যে পর বিতর্ক চরম আকার নেয়। জল্পনা শুরু হয়, তবে কি হিন্দুত্বের ঢাক পেটানো বিজেপি ‘হিন্দু রাষ্ট্র’ গঠনের লক্ষ্যে গোপনে প্রস্তুতি শুরু করেছে! এই ইস্যুতেই রবিবার মুম্বইয়ের এক সভা থেকে রাহুল গান্ধী (Rahul Gandhi) বলেন, “বিজেপির যে কোনও বিষয়েই প্রবল শোরগোল শুরু করে, কিন্তু সংবিধান পরিবর্তন করার সাহস ওদের নেই। সত্য ও জনসমর্থন আমাদের পাশেই রয়েছে।” তিনি আরও দাবি করেন, “এই লড়াই বিজেপি ও কংগ্রেসের মধ্যে নয়, এ লড়াই মতাদর্শের।”
মোদি সরকারকে তোপ দেগে রাহুল বলেন, “কেউ ভাবেন, দেশ শুধুমাত্র কেন্দ্র দ্বারা পরিচালিত। যেখানে ক্ষমতা একজন ব্যক্তির হাতে রয়েছে। কিন্তু আমি উলটোটা ভাবি, যেখানে দেশ চালোনায় ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রয়োজন এবং সেখানে মানুষের কথা শোনা উচিত। কারও কাছে আইআইটি’র ডিগ্রি থাকার মানে এটা নয় যে একজন কৃষকের চেয়ে সে বেশি জ্ঞানী।” এর পরই বিজেপিকে তোপ দেগে বলেন, “কিন্তু বিজেপি এই মানসিকতার পক্ষপাতী নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মনে করে যে শুধুমাত্র একজনেরই জ্ঞান আছে… কৃষক, শ্রমিক এবং বেকার যুবকদের কোনও জ্ঞান নেই।”
লোকসভা নির্বাচনের আগে হিন্দুত্বের ধুয়ো তুলে প্রচারে নেমেছে বিজেপি। রামমন্দির থেকে কৃষ্ণ জন্মভূমি নির্বাচনী ইস্যুতে বাদ যাচ্ছে না কোনও কিছুই। এরইমাঝে নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ দেশজুড়ে কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার। সবমিলিয়ে জল্পনা শুরু হয়েছে, তবে কী ধীরে ধীরে হিন্দু রাষ্ট্রের পথ পরিষ্কার করছে বিজেপি? কারণ এর আগেও একাধিক বিজেপি নেতার মুখে শোনা গিয়েছে হিন্দু রাষ্ট্রের কথা। এই পরিস্থিতিতে বিজেপি সাংসদ অনন্ত কুমার হেগড়ের ‘সংবিধান বদল’ সংক্রান্ত মন্তব্য দেশজুড়ে জল্পনা তৈরি করলেও এসবকে গুরুত্ব দিতে নারাজ রাহুল। পাশাপাশি হেগড়ের মন্তব্য তাঁর ‘একান্ত ব্যক্তিগত’ বলে দায় ঝেড়ে ফেলেছে বিজেপিও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.