Advertisement
Advertisement
Rajasthan

রাজস্থানের ৪ লোকসভার ৩১টি বুথে ‘শূন্য’ বিজেপি! দলকে ভোট দেননি বুথ সভাপতিরাও

৭ লোকসভার ৩৩টি বুথে মাত্র ১টি করে ভোট পেয়ে খাতা খুলেছে 'পদ্ম শিবির'।

BJP did not get single vote in 31 booths of Rajasthan

ফাইল ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:July 9, 2024 10:34 am
  • Updated:July 12, 2024 3:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল হওয়া যেমন গর্বের, তেমনই লজ্জার তার শূন্য পাওয়া। এবার সেই লজ্জার নজির গড়ল বিজেপি। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে সঙ্গীদের হাত ধরে সরকার গঠন করল তথ্য বলছে দেশের ৪ লোকসভার ৩১টি বুথে শূন্য পেয়েছে বিজেপি। পরিস্থিতি এতটাই খারাপ যে নিজের দলের বুথ সভাপতি পর্যন্ত ভোট দেয়নি বিজেপিকে। পাশাপাশি আরও ৭টি লোকসভার ৩৩টি বুথে মাত্র ১টি করে ভোট পেয়েছে গেরুয়া শিবির।

সম্প্রতি এমনই রিপোর্ট প্রকাশ করেছে হিন্দি সংবাদ মাধ্যম ‘দৈনিক ভাস্কর’। প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল রাজস্থানের ৪ লোকসভা কেন্দ্র সিকার, ঝুনঝুন, জয়পুর ও বাড়মের-জয়সলমেরের ৩১টি বুথে একটিও ভোট পায়নি। অথচ এই চার কেন্দ্রের মধ্যে জয়পুর কেন্দ্রে জয়লাভ করেছে গেরুয়া শিবির। রাজস্থানের ২৫টি লোকসভা আসনের মধ্যে ১৪ টি আসনে জয় পেয়েছে বিজেপি। তবে বুথভিত্তিক যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তা বিজেপির জন্য রীতিমতো উদ্বেগের। দেখা যাচ্ছে, রাজস্থানের ঝুনঝুন লোকসভা কেন্দ্রের পিলানির ৮৪ নম্বর বুথে একটিও ভোট পায়নি গেরুয়া শিবির। সিকার লোকসভা কেন্দ্রের দান্তারামগড়ের ৩২ নম্বর বুথেও একই হাল। জয়পুরের হাওয়ামহল বিধানসভার ১২৯ নম্বর বুথেও এবার ৩৯৭টি ভোট পড়েছে যার মধ্যে ৩৯২টি ভোট পেয়েছে ইন্ডিয়া জোট, অন্যান্যরা পেয়েছে ৫টি ভোট। এখানেও শূন্য পেয়েছে বিজেপি। এছাড়া জয়সলমের লোকসভা কেন্দ্রের ২৮টি বুথে একটিও ভোট পায়নি গেরুয়া শিবির।

Advertisement

[আরও পড়ুন: শিক্ষাঙ্গনই এইচআইভির আঁতুড়ঘর! মারণ রোগে ত্রিপুরায় মৃত ৪৭ পড়ুয়া, আক্রান্ত ৮২৮]

এহেন রিপোর্ট প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কী বিজেপির বুথ সভাপতিরাও বিজেপিকে ভোট দিচ্ছেন না? সাংগঠনিক দিক থেকে মরুরাজ্যে একেবারেই দুর্বল নয় বিজেপি। কংগ্রেসকে সরিয়ে এবার এই রাজ্যে ক্ষমতা দখল করেছে কংগ্রেস। বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন ভজনলাল শর্মা। সেখানে এতগুলি বুথে বুথ সভাপতিরাও দলকে ভোট না দেওয়ায় স্বাভাবিকভাবেই দলের সাংগঠনিক দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisement

[আরও পড়ুন: গাড়ির সঙ্গে আটোর মুখোমুখি সংঘর্ষ, বিহারে শিশু-সহ মৃত ৬]

তবে শুধু শূন্য নয়, রাজস্থানের ৭ টি লোকসভা কেন্দ্রের ৩৩টি বুথে ‘এক’ পেয়েছে কেন্দ্রের শাসকদল। ‘দৈনিক ভাস্কর’-এর রিপোর্ট বলছে, আলোয়ার, যোধপুর, জয়পুর, সিকার, দৌসা, ভরতপুর, বাড়মেড়, এই ৭টি লোকসভার ৩৩টি বুথে মাত্র একটি করে ভোট পেয়েছে বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল। ফলে এই কেন্দ্রগুলিতে দলের বুথ সভাপতিরা অন্তত বিজেপিকে ভোটটা দিয়েছেন বলে মনে করা হচ্ছে। যদিও তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনের অনেক আগেই প্রতিটি বুথে একজন করে বুথ সভাপতি ও তাঁর সঙ্গে ১১ থেকে ২১ জনের টিম গঠন করেছিল বিজেপি। ফলে বুথ ভিত্তিক অন্তত ১১ থেকে ২১ টি ভোট পাওয়ার কথা গেরুয়া শিবিরের। তবে যে রাজ্যে বিজেপি ক্ষমতায়, সেখানে কোথাও ‘শূন্য’ তো কোথাও ‘এক’ পাওয়ায় মুখ পুড়েছে গেরুয়া শিবিরের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ