Advertisement
Advertisement

দিনভর রাফালে নিয়ে উত্তপ্ত সংসদ, রাহুলকে ক্ষমা চাওয়ার দাবি বিজেপি সাংসদদের

সুপ্রিম কোর্টের ইতিহাসে প্রথমবার কোনও সরকার ভুল তথ্য দিল, খোঁচা কংগ্রেসের।

BJP demands Rahul Gandhi should apologise
Published by: Utsab Roy Chowdhury
  • Posted:December 18, 2018 5:58 pm
  • Updated:December 18, 2018 5:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাফালে কেলেঙ্কারি নিয়ে মঙ্গলবারও সারাদিন উত্তপ্ত থাকল সংসদ। বিজেপি সাংসদদের দাবি, রাফালে নিয়ে অপপ্রচারের জন্য রাহুল গান্ধী ক্ষমা চান। এদিকে পালটা আক্রমণ শুরু করে কংগ্রেসও। তাঁরাও স্লোগান দিতে থাকে, “গলি গলি মে শোর হ্যায়, মোদি সরকার চোর হ্যায়।” সুপ্রিম কোর্টে বিজেপি নিজেদের তথ্য সংশোধনের আবেদন করেছে। এই ইস্যু নিয়েই সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণের পরিকল্পনা শুরু করল কংগ্রেস। এদিন সংসদে কংগ্রেস সাংসদ সুনীল ঝাখার কংগ্রেসের হয় বিজেপিকে আক্রমণ করেন। ওদিকে রাজ্যসভায় কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদের বিরুদ্ধেও স্বাধিকারভঙ্গের অভিযোগ আনেন গুলাব নবি আজাদ।

[গণবিবাহে ‘স্বচ্ছ ভারত’ অভিযানের প্রচার, অভিনব উপহার দম্পতিদের]

এদিন রাজ্যসভার বিরোধী নেতা গুলাম নবি আজাদ বলেন, “মোদি সরকারের আমলে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। বিশেষ করে রবিশংকর প্রসাদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দেওয়া হয়েছে। রাফালে চুক্তি নিয়ে সুপ্রিম কোর্টে নিজেদের তথ্য সংশোধনের আবেদন করার আগে আইনমন্ত্রককে ব্যবহার করেছে সরকার।” তিনি জানান, সুপ্রিম কোর্টের ইতিহাসে প্রথমবার কোনও সরকার ভুল তথ্য দিল। মোদি সরকারের পক্ষেই এমন সম্ভব। গত শুক্রবার ৫৯ হাজার কোটি টাকার রাফালে চুক্তি নিয়ে সব পিটিশন বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। সরকারকে ক্লিনচিটও দেয় শীর্ষ আদালত। কিন্তু পাবলিক অ্যাকাউন্ট কমিটির মাধ্যমে ক্যাগ রিপোর্ট পাশ না করানো নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তারপরই সুপ্রিম কোর্টে নিজেদের জমা দেওয়া তথ্য সংশোধনের আবেদন করে কেন্দ্র। সেখানে বলা হয়, কেন্দ্রের দেওয়া তথ্য বুঝতে পারেনি শীর্ষ আদালত। রাফালের দাম নিয়ে সব তথ্য খামবন্দি করে দিয়েছে সরকার। তবে পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে ক্যাগ রিপোর্ট পাঠানো হয়নি। যা হয়তো বুঝতে ভুল হয়েছে সুপ্রিম কোর্টের। কিন্তু আদালতকে অন্ধকারে রাখতে চায় না কেন্দ্র। তাই সংশোধিত রিপোর্ট দেবে। এই আবেদন করার পরই দেশের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা শুরু করে কংগ্রেস। শিল্পপতি অনিল আম্বানিকে রাফালের যুদ্ধবিমানের বরাত পাইয়ে দেওয়ার জন্যই বিজেপি এই কাজ করেছে বলে দেশজুড়ে সরব হয় কংগ্রেস। আক্রমণ করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও।

Advertisement

[পুরনো কাপড়েই হচ্ছে স্যানিটারি ন্যাপকিন, আদিবাসীদের পাশে ‘প্যাডম্যান’ শচীন]

গত কয়েকমাস ধরেই রাফালে কেলেঙ্কারি নিয়ে আক্রমণ করছে কংগ্রেস। এরমধ্যে তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে জয়ের পর কংগ্রেসের কোর্টে বল চলে আসে। তারপরই আক্রমণ শানান রাহুল গান্ধী। তবে এদিন সংসদে কংগ্রেস সভাপতিকে ক্ষমা চাওয়ার পক্ষে সওয়াল তোলে বিজেপি। বিজেপি সাংসদদের দাবি, রাফালে নিয়ে অপপ্রচারের জন্য ক্ষমা চাইতেই হবে রাহুল গান্ধীকে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement