Advertisement
Advertisement

জোট ভাঙার হুমকি শিবসেনার, দরজা খোলা বলল বিজেপি

ফব: নোট বাতিলের জেরে বিজেপি-শিবসেনা দ্বন্দ্ব চরমে...

BJP dared Shiv Sena to take the extreme step
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 25, 2016 12:39 pm
  • Updated:August 10, 2022 1:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে কেন্দ্রকে ফের তোপ দাগল শিবসেনা৷ শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বৃহস্পতিবার বলেন, “মানুষের পেটে চাপ দিয়ে টাকা আদায় করা হচ্ছে৷ কেন্দ্রের উচিত বিষয়টি নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পরামর্শ নেওয়া৷” পাল্টা বিজেপি বিধায়ক অহিশ শেলারের মন্তব্য, “কালো টাকা নিয়ে কূটনৈতিক অবস্থান নিচ্ছে সেনা৷ খামোখা ভয় দেখিয়ে লাভ নেই৷ জোট ভাঙার দরজা খোলাই রয়েছে৷”

মুম্বইয়ের বিজেপি প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, কালো টাকার বিরুদ্ধে শিবসেনা তাদের অবস্থান স্পষ্ট না করলে মানুষই তাদের কালাপানিতে ছুঁড়ে ফেলবেন৷ এর আগেও শিবসেনা প্রেসিডেন্ট মোদির নাম করে মন্তব্য করেছিলেন, “কেন্দ্রের কোনও অস্তিত্ব খুঁজে পাচ্ছি না৷ এরকমই চলতে থাকলে আমি চরম পদক্ষেপ করতে দ্বিধা করব না৷”

Advertisement

বৃহস্পতিবার ঠাকরে ফের বলেন, “নোট বাতিল প্রক্রিয়ার সমালোচনা করছি৷ ইউরোপীয় ইউনিয়ন ত্যাগে ব্রিটেনে যেভাবে গণভোট নেওয়া হয়েছিল এখানেও সেভাবে সমীক্ষা চালানো হয়েছে৷ কিন্তু ব্রিটেনে মতামত জানার পর প্রধানমন্ত্রী পদত্যাগ করেছিলেন৷ এখানে তেমন হবে তো?” তার বক্তব্যের পাল্টা হুমকি ছুঁড়েছে বিজেপিও৷ চাইলেই জোট ভেঙে চলে যেতে পারে সেনা, হুঁশিয়ারি বিজেপির৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement