Advertisement
Advertisement

বিমান দুর্ঘটনায় বিজেপি মারতে চেয়েছিল, তোপ মমতার

নোট বাতিল সিদ্ধান্তের বিরোধিতা জারি থাকবে, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী৷

BJP hatched conspiracy to kill me, alleges CM Mamata Banerjee
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 11, 2017 6:12 pm
  • Updated:June 23, 2022 6:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিল ইস্যুতে আবারও রাষ্ট্রপতির দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস৷ কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা রীতিমতো সুপার এমার্জেন্সি অবস্থার দিকে ঠেলে দিচ্ছে দেশকে, এমন অভিযোগ করেই বুধবার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে হাজির হলেন তৃণমূল সাংসদরা৷ নোট বাতিলকে কেন্দ্র করে দেশের বিরোধী দলগুলি মোদি বিরোধিতায় সোচ্চার হয়েছে৷ প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস গোটা বিষয়টিতে নিজেদের স্পষ্ট অবস্থান বজায় রেখেছে৷ নোট বাতিল আম আদমিকে কতটা সমস্যায় ফেলেছে, মূলত এই ইস্যুতেই রাজধানীর পথে নেমে কেন্দ্রের বিরোধিতা করেছে তৃণমূল৷

এদিনও রাষ্ট্রপতির কাছে সেই একই অভিযোগ করেছে দল৷ ইতিমধ্যেই নোট বাতিলের বলি হয়েছেন ১২০ জন৷ পাশাপাশি নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষও নগদ টাকার অভাবে সমস্যায় পড়ছেন৷ নোট বাতিল মানুষের কর্মসংস্থান কেড়ে নিচ্ছে বলেও অভিযোগ করা হয় তৃণমূলের তরফে৷

Advertisement

বুধবার এক পদযাত্রায় অংশ নিয়ে রাষ্ট্রপতি ভবনে যান তৃণমূল সাংসদরা৷ সেখানে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেন তাঁরা৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, “দেশের এই সুপার এমার্জেন্সি অবস্থা দূর করতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করি৷”

প্রসঙ্গত, গত কয়েকদিন আগেই এক বক্তৃতায় রাষ্ট্রপতি নোট বাতিল সম্পর্কে মুখ খুলেছিলেন৷ নোট বাতিল দেশের অর্থনীতিকে কিছুটা পিছিয়ে দেবে বলেই মন্তব্য করেছিলেন তিনি৷ আর রাষ্ট্রপতির এই বক্তব্যকে স্বাগত জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

দিল্লিতে একদিকে যখন আন্দোলন অব্যাহত, অন্যদিকে কলকাতাতেও তৃণমূলের বিক্ষোভ অব্যাহত৷ বুধবার আরবিআইয়ের সামনেও হাজির হয় তৃণমূলের সমর্থকরা৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে তৃণমূলের তরফ থেকে যে ধরনা কর্মসূচি পালন করা হচ্ছে, তারই তৃতীয় দিনে আরবিআইয়ের সামনে হাজির হলেন মুখ্যমন্ত্রী৷ এদিন আবারও তিনি কেন্দ্রের প্রতিহিংসামূলক রাজনীতি নিয়ে মুখ খোলেন৷ পাশাপাশি, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে তৃণমূল সাংসদদের গ্রেপ্তারিরও তীব্র নিন্দা করেন তিনি৷ চিটফান্ড কাণ্ডে তৃণমূল সাংসদদের গ্রেপ্তারের প্রসঙ্গে তিনি বলেন, “সিবিআই প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে৷” এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর আরও দাবি তৃণমূলের আমলে রাজ্যে কোনও চিটফান্ড তৈরি হয়নি৷ বামফ্রন্ট যাবতীয় চিটফান্ডকে আস্কারা দিয়েছে বলেও অভিযোগ মুখ্যমন্ত্রীর৷ মুখ্যমন্ত্রী আরও দাবি করেন চিটফান্ডগুলিকে বাজারে চলার অনুমতি দিয়েছে আরবিআই৷ আরবিআই মত দিয়েছে বলেই চিটফান্ডগুলির রমরমা বৃদ্ধি পেয়েছে৷ নোট বাতিলের বিরোধিতা করায় মুখ্যমন্ত্রীকে হত্যার চক্রান্ত করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি৷ নোট বাতিলের বিরোধিতা করার এই সিদ্ধান্ত জারি থাকবে বলেও জানান মুখ্যমন্ত্রী৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement