সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার প্রকাশিত হয়েছে দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল। বিভিন্ন সংবাদমাধ্যমের সমীক্ষা সত্যি করে হ্যাট্রটিক করেছেন অরবিন্দ কেজরিওয়াল। শেষ খবর পাওয়া পর্যন্ত ৭০টির মধ্যে ৬৩টিতেই জয়ী হয়েছে তাঁর দল আম আদমি পার্টি। আর বাকি সাতটি আসন পেয়েছে কেন্দ্রের শাসকদল বিজেপি। আর গতবারের মতো খালি হাতেই ফিরতে হয়েছে দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসকে।
भाजपा इस जनादेश को स्वीकारते हुए रचनात्मक विपक्ष की भूमिका निभाएगी और प्रदेश के विकास से जुड़े हर मुद्दे को प्रमुखता से उठाएगी।इस विश्वास के साथ की आम आदमी पार्टी की सरकार दिल्ली का विकास करेगी, मैं श्री @ArvindKejriwal और उनकी पार्टी को बधाई देता हूँ।
— Jagat Prakash Nadda (@JPNadda) February 11, 2020
ফলাফল প্রকাশের পর বিরোধীদের কটাক্ষ সহ্য করেও মানুষের রায়কে মাথা পেতে মেনে নেওয়ার কথা জানিয়েছে বিজেপি। মঙ্গলবার বিকেলে এপ্রসঙ্গে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা টুইট করেন, ‘দিল্লির মানুষ যে রায় দিয়েছেন আমাদের দল তা মাথা পেতে মেনে নিচ্ছে। দেশের রাজধানীতে এবার থেকে গঠনমূলক বিরোধী হিসেবে কাজ করবে বিজেপি। রাজ্যের উন্নয়নের বিষয়ে সবরকম সহযোগিতা করার পাশাপাশি এই সংক্রান্ত প্রতিটি ইস্যু বিধানসভা তুলে ধরবে। আমরা বিশ্বাস করি আম আদমি পার্টির সরকার দিল্লিকে আরও উন্নত করে গড়ে তুলবে।’
সন্ধেবেলায় টুইট করে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি লেখেন, ‘দিল্লি বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার জন্য আপ ও অরবিন্দ কেজরিওয়ালকে অভিনন্দন জানাই। দিল্লির মানুষের আশা যেন তারা পূরণ করতে পারে এই প্রার্থনাই করি।’
নির্বাচন জয়ী হওয়ার জন্য টুইট করে AAP-কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দিল্লির বিজেপি সভাপতি মনোজ তিওয়ারিও। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘দিল্লির সমস্ত ভোটারদের ধন্যবাদ জানাই। নির্বাচনের লড়াইয়ে আমাদের যেসমস্ত নেতা-কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন ধন্যবাদ তাঁদেরও। মানুষ যে রায় দিয়েছেন আমরা তা মাথা পেতে মেনে নিচ্ছি। অরবিন্দ কেজরিওয়ালজিকেও অভিনন্দন জানাই।’
दिल्ली के सभी मतदाताओं का धन्यवाद ।
सभी कार्यकर्ताओ को उनके कठिन परिश्रम के लिए साधुवाद…दिल्ली की जनता का जनादेश सिर माथे पे.. @ArvindKejriwal जी को बहुत बहुत बधाई ..— Manoj Tiwari (@ManojTiwariMP) February 11, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.