Advertisement
Advertisement
BJP

উত্তরপ্রদেশ-সহ ৩ রাজ্যে আসনরফা চূড়ান্ত এনডিএর, শরিকদের কটি আসন ছাড়ছে বিজেপি?

লোকসভায় ৪০০ আসনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে গেরুয়া শিবির।

BJP completes seat distribution with alliance in Uttar Pradesh Jharkhand and Assam | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:March 1, 2024 3:45 pm
  • Updated:March 1, 2024 4:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনকে (Lok Sabha Election 2024) মাথায় রেখে বিরোধী জোট ইন্ডিয়া(INDIA) আসন ভাগাভাগির কাজ শুরু করে দিয়েছে আগেই। বেশ কিছু রাজ্যে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে আসনরফা। বিরোধীদের পর এবার জোটসঙ্গীদের সঙ্গে আসন ভাগাভাগিতে মন দিল শাসক শিবির এনডিএ। বৃহস্পতিবার উত্তরপ্রদেশ, অসম ও ঝাড়খণ্ডের সম্ভাব্য আসনরফার সূত্র ঘোষণা করল বিজেপি। উত্তরপ্রদেশে জোট সঙ্গীদের ৬ আসন ছাড়বে বিজেপি। অসমে ৩ এবং ঝাড়খণ্ডে জোটসঙ্গীকে ছাড়া হবে মাত্র ১ আসন।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, যোগীর রাজ্য উত্তরপ্রদেশে বিজেপির জোটসঙ্গী আপনা দল ও আরএলডিকে ২ টি করে আসন ছাড়া হবে। এছাড়া নিষাদ পার্টি ও ওমপ্রকাশ রাজভরের দলকে একটি করে আসন দিতে সম্মত হয়েছে গেরুয়া শিবির। হিমন্ত বিশ্বশর্মার রাজ্য অসমেও সম্পন্ন হয়েছে আসনরফা। এখানে অসম গণপরিষদকে (AGP)  ছাড়া হচ্ছে ২ আসন এবং ‘ইউপিপিএল’কে ছাড়া হচ্ছে ১ টি আসন।

Advertisement

[আরও পড়ুন: সাদা জুতো পায়ে, শাহজাহান যায়! আদালতে রাজকীয় মেজাজে প্রবেশ সন্দেশখালির ‘বাদশা’র]

এছাড়া ঝড়খণ্ডে এজেএসইউ দলকে (আজসু পার্টি)  ১টি আসন ছাড়তে রাজি হয়েছে বিজেপি। আপাতত এই তিন রাজ্যেই জোটসঙ্গীদের সঙ্গে আসনরফা সম্পন্ন হয়েছে বিজেপির। বিজেপি জোরকদমে আলোচনা চালাচ্ছে জেডিইউ, এলজেপি সহ অন্যান্য দলগুলির সঙ্গে। আলোচনা চলছে মহারাষ্ট্রে শিব সেনা(শিণ্ডে গোষ্ঠী) ও এনসিপির(অজিত পাওয়ার) সঙ্গেও।

[আরও পড়ুন: সন্দেশখালিতে সভা পিছিয়ে দিল তৃণমূল, স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে দুই মন্ত্রী]

৪০০ পারের লক্ষ্য নিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে মাঠে নেমেছে এনডিএ। এর মধ্যে ৩৭০ আসনে একাই জিততে চায় বিজেপি। সেই লক্ষ্যে রাজ্যে রাজ্যে রণকৌশলও শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। আসন ভাগাভাগির পাশাপাশি চর্চা শুরু হয়েছে কাকে কোন আসনে প্রার্থী করা হবে, তা নিয়েও। সূত্রের খবর, শীর্ষ নেতৃত্বের বৈঠকের পর বৃহস্পতিবারই ১০০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে বিজেপি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement