সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিমাচল প্রদেশে (Himachal Pradesh) কংগ্রেস সরকার টলমল। এমনটাই দাবি বিজেপির। মঙ্গলবার ৬ কংগ্রেস বিধায়ক-সহ ৯ বিধায়কের ক্রসভোটিংয়ের জেরেই রাজ্যের রাজনীতিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত পদ্ম শিবিরের। হিমাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের ইঙ্গিত, সুখবিন্দর সুখুর সরকার সংখ্যাগরিষ্ঠতা হারাতে চলেছে।
হিমাচল প্রদেশের বিধানসভায় ৬৮ জন বিধায়কের মধ্যে মাত্র ২৫ জন বিজেপির (BJP)। রাজ্যে কংগ্রেস (Congress) বিধায়কের সংখ্যা ৪০। নির্দল বিধায়ক ৩ জন। যদি ওই ৩ নির্দল ও ৬ কংগ্রেস বিধায়ককে মুঠোয় রাখতে পারে বিজেপি তাহলে তারা পৌঁছে যাবে ৩৪-এ। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৩৫ বিধায়ক। অর্থাৎ আর দু-একজন কংগ্রেস বিধায়ককে নিজেদের দিকে নিতে পারলেই হিমাচলেও ‘অপারেশন লোটাস’ সাফল্য পাবে।
কিন্তু এবার ক্রসভোটিংয়ের পরে আস্থাভোটের দাবি জানাতে পারে গেরুয়া শিবির। যদিও এখনও এই সংক্রান্ত কোনও ফলাফল ঘোষিত নয়, তবু রাজ্যের বিরোধী নেতা জয়রাম ঠাকুরের দাবি, সেরাজ্যের কংগ্রেস সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। যদি সত্যিই আস্থা ভোট হয়, এবং শেষপর্যন্ত কংগ্রেসকে হারতে হয় তাহলে যে তা হাত শিবিরের জন্য খুব বড় ধাক্কা হতে চলেছে লোকসভা নির্বাচনের আগে, তা বলাই বাহুল্য। দেশে মাত্র তিনটি রাজ্যে রয়েছে কংগ্রেসের সরকার। সেখান থেকে হিমাচলও হাতছাড়া হওয়ার আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.