Advertisement
Advertisement
Rahul Gandhi

রাহুল ‘অচল পণ্য’, প্রাণনাশের হুমকি নিয়ে খাড়গের চিঠির পালটা দিলেন নাড্ডা

এসব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মোদিকে চিঠি লেখেন খাড়গে। সেটার জবাবে পালটা আক্রমণের পথেই হাঁটলেন জেপি নাড্ডা।

BJP chief Nadda writes to Congress' Kharge over Rahul Gandhi
Published by: Subhajit Mandal
  • Posted:September 19, 2024 2:03 pm
  • Updated:September 19, 2024 2:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধীকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। খোদ কেন্দ্রীয় মন্ত্রী তাঁকে দেশের ‘এক নম্বর জঙ্গি’ বলেছেন। এই নিয়ে নালিশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। প্রধানমন্ত্রী সেই চিঠির জবাব দেননি। কিন্তু জবাব এল বিজেপি সভাপতি জেপি নাড্ডার তরফে।

খাড়গে রাহুলের নিরাপত্তা নিয়ে যেসব প্রশ্ন তুলেছিলেন, সেসব প্রশ্নের জবাব নাড্ডাও দেননি। উলটে তিনি খাড়গেকে লেখা চিঠিতে রাহুল গান্ধীকে(Rahul Gandhi) একের পর এক কটাক্ষ করে গিয়েছেন। বিজেপি সভাপতি বলছেন, খাড়গে একটা ‘অচল পণ্য’কে বার বার চালানোর চেষ্টা করছেন। নাড্ডার দাবি, ‘ব্যর্থ যুবরাজ’ রাহুল গান্ধীকে আড়াল করতে মিথ্যা অভিযোগ তুলছেন খাড়গে। রাহুল ছাড়া কি দলে আর কোনও নেতা নেই? কংগ্রেস সভাপতির কাছে প্রশ্ন বিজেপি সভাপতির।

Advertisement

চিঠিতে নাড্ডা লিখেছেন, “মনে হচ্ছে আপনি হয় ভুলে গিয়েছেন, নাহয় ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাচ্ছেন, রাহুল গান্ধী-সহ আপনার দলের নেতারা কী কী করেছেন। এটা খুব হতাশাজনক যে দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল এখন একটা কপি-পেস্ট দলে পরিণত হয়েছে। ব্যর্থ যুবরাজের চাপের মুখ পড়ে দলকে কপি পেস্ট দলে পরিণত করলেন।”

উল্লেখ্য, রাহুল গান্ধীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি নেতা তারবিন্দর সিং মারওয়া। কংগ্রেসের অভিযোগ, গত ১১ সেপ্টেম্বর দিল্লিতে বিজেপির এক সভায় ওই নেতা প্রকাশ্যে রাহুল গান্ধীর প্রাণনাশের হুমকি দেন। আবার, রাহুল গান্ধীর জিভ কেটে নিতে পারলে ১১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন শিন্ডে সেনার এক বিধায়ক। এছাড়াও কেন্দ্রীয়মন্ত্রী রবনীত বিট্টু রাহুল গান্ধীকে জঙ্গি বলে আক্রমণ শানিয়েছেন। এসব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মোদিকে চিঠি লেখেন খাড়গে। সেটার জবাবে পালটা আক্রমণের পথেই হাঁটলেন জেপি নাড্ডা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement