Advertisement
Advertisement
Bajrang Dal

‘এবার বজরং দল নিষিদ্ধ করে দেখান’, কর্ণাটকে কংগ্রেসকে খোলা চ্যালেঞ্জ বিজেপির

বজরং দল নিষিদ্ধ করা নিয়ে কী বলছে কংগ্রেস?

BJP Challenges Congress to ban Bajrang Dal in Karnataka | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:May 14, 2023 9:45 am
  • Updated:May 14, 2023 10:21 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারলে বজরং দলকে (Bajrang Dal) নিষিদ্ধ ঘোষণা করে দেখাক কংগ্রেস। কর্ণাটক বিধানসভার ফল ঘোষণা হতেই হাত শিবিরকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ল বিজেপি। সেই সঙ্গে বিজেপির প্রথম সারির রাজ্য নেতা সিএন অশ্বস্থনারায়ণ (CN Ashwathnarayan) রীতিমতো হুমকি দিয়ে রাখলেন, কংগ্রেস বজরং দলকে নিষিদ্ধ করার কথা যদি ভাবেও তাতেও ফলাফল মারাত্মক হবে।

কর্ণাটকের প্রচারের শেষ মুহূর্তে এসে গুগলি দিয়েছিল কংগ্রেস। নিজেদের ইস্তাহারে হাত শিবির ঘোষণা করেছিল, ‘রাজ্যে ক্ষমতায় এলে পিএফআই-বজরং দলের মতো উগ্র ধর্মীয় সংগঠনগুলির বিরুদ্ধে কড়া এবং নির্ণায়ক পদক্ষেপ করা হবে।’ রটে যায়, কংগ্রেস (Congress) ক্ষমতায় এলে বজরং দলকে নিষিদ্ধ ঘোষণা করবে। সেই ‘লুজ’ বল নিমেষে লুফে নেন প্রধামনমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কংগ্রেসের সেই ঘোষণাকে ‘বজরংবলির অপমান’ বলে প্রচার শুরু করে দেন মোদি। নিজের সব সভায় বলা শুরু করে দেন, এতদিন রামের নাম সইতে পারত না কংগ্রেস, এবং বজরংবলির নামও সহ্য করতে পারছে না।’

Advertisement

[আরও পড়ুন: সাত মাসে ৪ রাজ্যে হার, চাপ নাড্ডার উপর! খাড়গে সভাপতি হতেই সাফল্যের সরণিতে কংগ্রেস]

যদিও ভোটের ফলাফলে দেখা যাচ্ছে, মোদির সেই ‘ধর্মীয় বিভাজনের’ চেষ্টা বিশেষ সুবিধা দিতে পারেনি বিজেপিকে। উলটে কংগ্রেসের এই ঘোষণায় মুসলিম এবং তথাকথিত ধর্মনিরপেক্ষ ভোটারদের এককাট্টা করে দিয়েছে। যার সুবিধা ওল্ড মাইসুরু, হায়দরাবাদ কর্ণাটক এলাকায় পেয়েছে কংগ্রেস। এই এলাকাগুলিতে না হলেও ১৫-২৫টি আসনে মুসলিম ভোট একত্রিত হওয়ার সুবিধা কংগ্রেস পেয়েছে বলে মনে করা হচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, বজরং দলকে কি নিষিদ্ধ ঘোষণা করবে কংগ্রেস? হাত শিবিরের শীর্ষ নেতারা কেউই ঝেড়ে কাশছেন না। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে সম্ভাব্য মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiha) বলছেন,”আপনারা বোধহয় ইস্তাহারটা ঠিক করে পড়েননি। ওখানে শুধু বলা হয়েছে পিএফআই বা বজরং দলের মতো উগ্র সংগঠনগুলির বিরুদ্ধে নির্ণায়ক ব্যবস্থা নেওয়া হবে।” অর্থাৎ সিদ্দা বুঝিয়ে দিতে চেয়েছেন, কোথাও নিষিদ্ধ করার কথা বলাই হয়নি।

[আরও পড়ুন: ‘পিকে’র সঙ্গী থেকে রাহুলের ‘মেঘনাদ’, চিনে নিন কংগ্রেসের কর্ণাটক জয়ের নেপথ্য নায়ককে]

বিজেপি অবশ্য আগে থেকেই হুমকি দিয়ে রাখছে। বিদায়ী মন্ত্রী সিএন অশ্বস্থনারায়ণ বলছেন, “ওরা বজরং দলকে নিষিদ্ধ করার কথা ভাবছেই বা কী করে? চেষ্টা করে দেখুক। আমরাও দেখিয়ে দেব কী করতে পারি।” বস্তুত কর্ণাটকে বজরং দলকে নিষিদ্ধ করা কংগ্রেসের পক্ষে সহজ হবে না। কারণ চলতি বছরই উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে নির্বাচন। যেখানে বজরং দলকে নিষিদ্ধ করার নেতিবাচক প্রভাব পড়তে পারে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement