Advertisement
Advertisement

Breaking News

‘INDIA’ উহ্য রেখে কীভাবে বিরোধীদের আক্রমণ? অতি সতর্ক বিজেপি, ভাবা হচ্ছে বিকল্প পন্থা

বিরোধী জোটের ‘INDIA’ নামকরণেই প্যাঁচে গেরুয়া শিবির।

BJP cautious over attacking opposition parties with the name INDIA | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 20, 2023 12:47 pm
  • Updated:July 20, 2023 5:00 pm  

নন্দিতা রায়, নয়াদিল্লি: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তাদের সামনে কী কঠিন লড়াই অপেক্ষা করে রয়েছে, সেই বিষয়ে ভাবনাচিন্তা তো পরে হবে, আপাতত বিরোধী জোটের ‘INDIA’ নামকরণেই প্যাঁচে পড়ে গিয়েছে বিজেপি। বিরোধীদের আক্রমণ করার ক্ষেত্রে কীভাবে ইন্ডিয়া শব্দটিকে উহ‌্য রাখা যায়, সেই রাস্তা খুঁজছে গেরুয়া শিবির। সঙ্গে ইন্ডিয়া বনাম NDA, এই বার্তা যাতে জনমানসে কোনও ভাবেই ছড়িয়ে না পড়ে তার জন্য প্রথম থেকেই সতর্কতা অবলম্বন করে চলতে চাইছে দল।

সূত্রের খবর, বিজেপির পক্ষ থেকে দলের সমস্ত মুখপাত্রদের এ প্রসঙ্গে সতর্ক করে দেওয়া হয়েছে। সাংবাদিক বৈঠক হোক বা সংবাদমাধ্যমে বিতর্কে অংশ গ্রহণ করার সময়ে একবারও যাতে বিরোধীদের আক্রমণ করার সময়ে ‘INDIA’ সম্বোধন না করা হয়, সেদিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে দলের মুখপাত্র থেকে নেতানেত্রী সকলকেই। সেক্ষত্রে প্রয়োজনে ‘ইন্ডি-অ্যালেয়েন্স’ ব্যবহার করা যেতে পারে বলে দলের এক মুখপাত্রর তরফ থেকে পরামর্শ দেওয়া হয়েছে। সেই বিষয়টি নিয়েও বিজেপি ভাবনা চিন্তা করছে বলে সূত্রের খবর। নেতা-নেত্রীদের সোশ‌্যাল মিডিয়া পোস্টেও এই ব‌্যাপারে সচেতন থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ফের রাজ্যসভার ভাইস চেয়ারম্যান প্যানেলে তৃণমূলের সুখেন্দুশেখর, ঠাঁই পেলেন পিটি ঊষাও]

‘ইন্ডিয়া’ শব্দ নিয়ে বিতর্ক তৈরি হলে তাতে বিরোধীদের সুবিধা হবে এবং তাদের জোট প্রচারের আলোয় চলে আসবে বলেই আশংকা করছে বিজেপি শিবির। তাই যতদূর সম্ভব এনিয়ে বিতর্ক থেকে বিরত থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) যেভাবে বিরোধীদের নীতি, সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে তাদের দিকে দুর্নীতির, পরিবারতন্ত্রের মতো বিষয় নিয়ে আক্রমণ করেছেন, সেগুলিকেই সামনে রাখার রণকৌশল তৈরি করেছে বিজেপি (BJP)। ‘একজোট’ বিরোধীদের ‘একতা নেই’ এমন ছবি তুলে ধরার উপর জোর দিতে চাইছে বিজেপি। তাদের এই রণকৌশল এনডিএ জোট শরিকদেরও বুঝিয়ে দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: মণিপুর ইস্যুতে বিরোধীদের তীব্র আক্রমণ, হট্টগোলের জেরে মুলতুবি সংসদ অধিবেশন]

বুধবারই এনডিএ শরিকদের সংসদীয় নেতাদের নিয়ে বৈঠক করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেই বৈঠকে সংসদে বিরোধীরা যে জোটবদ্ধ হয়ে আক্রমণ করলে তার পাল্টা জবাব কীভাবে দেওয়া হবে, সেই নিয়ে আলোচনার পাশাপাশিই ‘ইন্ডিয়া’ শব্দের ফাঁদ কিভাবে এড়িয়ে চলতে হবে সেই পরামর্শও রাজনাথ শরিকদের দিয়েছেন বলে সূত্রের খবর। আবার, ইন্ডিয়া শব্দটিকে নিয়ে দলের কেউই যাতে কোনো রকম বিতর্কে জড়িয়ে না পড়ে দিকেও কড়া নজর রয়েছে বিজেপির। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নিজের টুইটার হ্যান্ডেল থেকে ইন্ডিয়া শব্দটিকে সরিয়ে দিয়ে ‘ভারত’ লিখেছেন। পাশাপাশি লিখেছেন যে ‘ইন্ডিয়া নামটি যে ব্রিটিশরা নিজেদের সুবিধার জন্য দিয়েছিল’। সেই বিষয়টিকেও ভালো চোখে দেখছে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement