Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha Poll 2024

অসুস্থ ছিলেন দীর্ঘদিন, ভোট মিটতেই মৃত্যু বিজেপি প্রার্থীর

মৃত্যু হয়েছে পাঁচবারের বিধায়ক, একবারের সাংসদ সরভেশ সিংয়ের।

BJP Candidate Sarvesh Singh Dies A Day After Poll
Published by: Kishore Ghosh
  • Posted:April 20, 2024 9:23 pm
  • Updated:April 20, 2024 9:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের পরের দিনই মৃত্যু হল যোগীরাজ্য উত্তরপ্রদেশের এক বিজেপি প্রার্থীর। পাঁচবারের বিধায়ক সরভেশ সিং চলতি লোকসভা ভোটে মোরাদাবাদের বিজেপি প্রার্থী। শুক্রবার প্রথম দফায় নির্বাচন হয়েছে সেখানে। শনিবার দিল্লির হাসপাতালে মৃত্যু হয়েছে পাঁচবারের বিধায়ক এবং একবারের সাংসদ প্রবীণ গেরুয়া নেতার।

পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সরভেশ। দিল্লির হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। সেখানেই শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিজেপি নেতা। এই ফলে মোরাদাবাদ আসনে বিজেপি জয়লাভ করলে পুনর্নির্বাচনের প্রশ্ন উঠবে। উল্লেখ্য, পশ্চিম উত্তরপ্রদেশের ৮০টি নির্বাচনক্ষেত্রের অন্যতম মোরাদাবাদ। পাঁচটি বিধানসভা-বরহাপুর, কান্থ, ঠাকুরদোয়ারা, মোরাদাবাদ গ্রামীণ এবং মোরাদাবাদ নগর নিয়ে মোরাদাবাদ লোকসভা। ২০১৯ লোকসভা নির্বাচন মুসলিম অধ্যূসিত আসনে জয়লাভ করেছিলেন সমাজবাদী পার্টির প্রার্থী এস টি হাসান। চলতি নির্বাচনে বিজেপির সরভেশ সিংয়ের বিরুদ্ধে দাঁড়ান ‘সপা’ নেতা রুচি ভীরা।

Advertisement

 

[আরও পড়ুন: রবিবার রাঁচিতে ইন্ডিয়া জোটের ‘উলগুলান’, মেগা বৈঠকে তৃণমূলের প্রতিনিধি কে?]

প্রসঙ্গত, এর আগে ভোটপ্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বেতুল লোকসভা কেন্দ্রের বহুজন সমাজ পার্টির প্রার্থী অশোক বলভীরের। প্রার্থীর মৃত্যুর জেরে ওই আসনে ভোটের দিন পিছিয়ে দেয় নির্বাচন কমিশন। ৯ এপ্রিল, মঙ্গলবার মৃত্যু হয়েছে অশোক বলভীরের। ওইদিনই বেতুলের জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক নরেন্দ্র কুমার সূর্যবংশী ভোট স্থগিত রাখার কথা জানান। আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় মধ্যপ্রদেশের ওই আসনে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। বুধবার জেলাশাসক জানান, প্রার্থীর মৃত্যুর কারণে ২৬ এপ্রিলের বদলে তৃতীয় দফায় ৭ মে ভোটগ্রহণ হবে বেতুলে। তবে গণনার দিনক্ষণ পরিবর্তন হচ্ছে না। আগের ঘোষণা মতোই আগামী ৪ জুন ভোট গণনার দিন অপরিবর্তিত থাকবে।

 

[আরও পড়ুন: কাকভোরে কালীগঞ্জে বিস্ফোরণে উড়ল সোনার দোকান, ঝলসে গেলেন মালিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement