Advertisement
Advertisement

Breaking News

Kangana Ranaut

‘প্রধানমন্ত্রী ভগবান রামের অংশ’, প্রচারের ময়দানে ‘সৈনিক’ কঙ্গনার মোদি স্তুতি

মাণ্ডির পিচে হিমাচলি ভূমিকন্যার দাপুটে প্রচার।

BJP candidate Kangana Ranaut praises PM Modi as part of Lord Ram
Published by: Sandipta Bhanja
  • Posted:April 1, 2024 11:20 am
  • Updated:April 1, 2024 12:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতির ময়দানে নবাগতা হলেও কথাবার্তায় কিংবা বডি ল্যাঙ্গুয়েজে, কোনও অংশে যে একজন নেত্রীর তুলনায় কম নন, সেটা ভোট প্রচারের মাঠে ঝাঁজেই বুঝিয়ে দিচ্ছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। কখনও তাঁর কণ্ঠে নারীশক্তির উন্নয়ন, আবার কখনও বা স্বামী বিবেকানন্দর কথা। বিজেপির তারকা প্রার্থীর মুখে মোদি-স্তুতিও ঝরে পড়েছে একাধিকবার। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ভগবান রামচন্দ্রের অংশ’ বললেন কঙ্গনা।

সিনেপর্দার বাইরে রাজনৈতিক ময়দানেও কঙ্গনা রানাউত যেন ‘মণিকর্নিকা’। গেরুয়া শিবিরের প্রার্থীপদ পেতেই কোমর বেঁধে নেমে পড়েছেন। শনিবার মাণ্ডির বিভিন্ন প্রান্তে প্রচার চালান কঙ্গনা রানাউত। সেখানেই তিনি বলেন, “আজ আমি এখানে নরেন্দ্র মোদির দূত হিসেবে এসেছি। আমাকে দেওয়া আপনাদের এক-একটা ভোট প্রধানমন্ত্রীর জন্য আশীর্বাদ হবে। একবার ভাবুন, যে কাজটা বিগত ৫০০ বছর ধরে আটকে ছিল, সেটা একমাত্র নরেন্দ্র মোদির আমলেই সম্ভব হল। মোদি যখন প্রধানমন্ত্রীর আসনে, তখনই রামের কৃপায় এত বছরের অপেক্ষার অবসান। রামমন্দির তৈরি হল। আমি ওঁর মধ্যে ভগবান শ্রীরামচন্দ্রের অংশ দেখতে পাই। আর আমি মোদির সৈনিক। সেই কাঠবেড়ালি, যে রামসেতু নির্মাণে যোগ দিয়েছিল। আমিও এই দলে যোগ দিয়ে সেই কাজওই করতে চলেছি।”

Advertisement

এরপরই কঙ্গনার সংযোজন, “বিজেপি আমাকে মাণ্ডি থেকে প্রার্থী করেছে। তাই আমার দায়িত্ব বর্তায় আমি আপনাদের সমবেত কণ্ঠ হয়ে সংসদে সমস্যাগুলো তুলে ধরতে পারি। আমার বিশ্বাস, আপনাদের সমস্ত অভাব-অভিযোগ খতিয়ে দেখে শীর্ষ নেতৃত্বরা ইচ্ছেপূরণ করবে। কংগ্রেসের লোক আপনাদের ভুল বোঝাতে আসবে যে, কঙ্গনা মুম্বইতে ফিরে যাবে আর আসবে না। এইসমস্ত লোকদেরই ভোটবাক্সে সপাট উত্তর দিতে হবে।”

[আরও পড়ুন: রাহুল-আথিয়ার ঘরে সন্তান আসছে! বড় তথ্য ফাঁস করলেন ‘হবু দাদু’ সুনীল শেট্টি]

এর আগে শুক্রবার হিমাচলি ভূমিকন্যা মাণ্ডির মেগা রোড শো থেকেই হুঙ্কার ছাড়েন, “আমি এখানে হিরোইন নই, আমি মাণ্ডির মেয়ে।” বক্স অফিসে বছরখানেক ধরেই মন্দা বাজার যাচ্ছে কঙ্গনা রানাউতের। হিটের মুখ দেখেননি বহুদিন হল! তবে ফিল্মিবাজারের ‘ফ্লপ পিচ’ থেকে রাজনৈতিক ময়দানে উত্তরণ হতেই যেন ফের রণংদেহি মেজাজে পর্দার ‘মণিকর্নিকা’। পয়লা ভোটপ্রচারেই জানিয়ে দিলেন যে, জিতলে কিংবা জনতা চাইলে তিনি পূর্ণসময়ের রাজনীতিক হবেন এবং মাণ্ডির মানুষের মঙ্গলসাধনে ব্রতী হবেন। নিজের রাজনৈতিক আদর্শ, অনুপ্রেরণার কথাও জানান কঙ্গনা রানাউত। তিনি বলেন, “আমি স্বামী বিবেকানন্দর ভক্ত। উনিই আমার মধ্যে জাতীয়তাবোধ জাগিয়েছেন। সাধগুরুজি, যাঁর অনুপ্রেরণায় আমি কর্মযোগী হয়েছি। আরেকজন মানুষ, যিনি আমার জীবনদর্শনকে দারুণভাবে প্রভাবিত করেছেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এঁরাই আমার আদর্শ।”

[আরও পড়ুন: ‘বেশি প্রতিবাদী হলে…’, মঞ্চেই ‘ব়্যাঞ্চো’ সোনম ওয়াংচুকের হয়ে সুর চড়ালেন রূপম ইসলাম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement