Advertisement
Advertisement

Breaking News

বিজেপি

গেরুয়া হয়ে গেল সবুজ, ভোটপ্রচারে রংবদল শ্রীনগরের বিজেপি প্রার্থীর

রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণ করতে চান খালিদ৷

BJP candidate from Srinagar uses green as the colour of campaign
Published by: Sucheta Sengupta
  • Posted:April 7, 2019 4:56 pm
  • Updated:April 7, 2019 4:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গেরুয়াতেও সবুজায়ন! অবাক হচ্ছেন? কিন্তু দেশজুড়ে নির্বাচনী পালে হাওয়া লাগার মরশুমে এটাও এক বাস্তব চিত্র৷ রাতারাতিই গেরুয়া রং ঝেড়ে ফেলে প্রচার মাধ্যমগুলিতে সবুজ ছড়িয়ে দিয়েছেন কাশ্মীরের বিজেপি প্রার্থীই৷ নাম শেখ খালিদ জাহাঙ্গির৷ বিজেপি প্রার্থী হয়েও গেরুয়া রং বর্জন করার সাহস দেখিয়ে নেটদুনিয়ার নজর কেড়েছেন খালিদ৷

                             [ আরও পড়ুন: ফাঁকা চেয়ারের ছবি তোলায় চিত্র সাংবাদিককে মারধর কংগ্রেস কর্মীদের, দেখুন ভিডিও]

শ্রীনগর কেন্দ্র থেকে গেরুয়া শিবিরের সৈনিক খালিদ জাহাঙ্গির৷ সম্প্রতি স্থানীয় কয়েকটি সংবাদপত্রে খালিদের জন্য বিজ্ঞাপন বেরিয়েছে৷ প্রায় অর্ধেক পাতাজুড়ে বিজ্ঞাপনর রং নজরকাড়া – সাদা এবং সবুজ৷ বিজ্ঞাপনের উপরের দিকে নরেন্দ্র মোদির ছবি৷ তার নিচে সবুজের মধ্যে খালিদের ছবি, সঙ্গে পদ্মফুল চিহ্ন৷ সবুজের প্রেক্ষাপটের উপর সাদায় আঁকা৷ ওই সবুজ অংশেই সাদা দিয়ে লেখা চমকপ্রদ বিজ্ঞাপনী কথা – ‘খালিদ হ্যায় তো সলিড হ্যায়৷’ ইংরাজি এবং উর্দুতে লেখা বিজ্ঞাপনটি ইতিমধ্যেই তাক লাগিয়ে দিয়েছে৷ একইসঙ্গে গেরুয়া বর্জিত সাদা-সবুজ রংও৷ কেন গেরুয়া ছেড়ে সবুজ বাছলেন? প্রশ্নের উত্তরে খালিদ জানাচ্ছেন, ‘রংকে আমি রাজনীতির উর্ধ্বে রাখি৷’

Advertisement

            khalid-jahangir             

তবে নির্বাচনী বিজ্ঞাপনে সবুজ রংকে এত প্রাধান্য দিয়ে কিছুটা সমালোচনার মুখেও পড়েছেন শ্রীনগরের বিজেপি প্রার্থী৷ বলা হচ্ছে, সবুজ ইসলামের প্রতীক৷ যা হিন্দুত্বঘেঁষা বিজেপির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ৷ খালিদ দ্বিচারিতা করছেন বলেও অভিযোগ উঠেছে কোনও কোনও মহলে৷ এসব সমালোচনায় অবশ্য মোটেই কান দিচ্ছেন না গেরুয়া শিবিরের প্রার্থী৷ ভোট পেতে যা করতে হয়, তার সবকিছুর জন্যই তিনি প্রস্তুত৷ এমনকী প্রথা ভেঙে এলাকার শতাব্দী প্রাচীন বিখ্যাত এক মসজিদে গিয়ে মৌলবীর আশীর্বাদ নিয়ে এসেছেন৷ নিজেই সোশ্যাল মিডিয়ায় সেসব ছবি পোস্ট করে জানিয়েছেন৷ কিন্তু বিজেপি তো হিন্দুত্ব ঘেঁষা৷ সেই শিবিরের সৈনিক হয়ে মসজিদে গেলেন যে? প্রশ্ন শুনে খালিদ বলছেন, ‘আমি মনে করি না, বিজেপি মুসলিম বিরোধী৷ বিজেপি কিন্তু ধর্মনিরপেক্ষ দল৷ ওমর আবদুল্লারা এরকম মনে করেন৷ কিন্তু সেটা সত্যি নয়৷’

                     [ আরও পড়ুন: মিসাইলের টুকরো ভারতে কীভাবে? এফ-১৬ নিয়ে মার্কিন পত্রিকার তথ্যকে চ্যালেঞ্জ সীতারমণের]

শুধু রঙ কিংবা মসজিদে যাওয়াতেই যে তিনি অন্যান্য বিজেপি প্রার্থীর থেকে আলাদা, তা নয়৷ আরও বেশ কিছু বিষয় স্বকীয় শ্রীনগরের এই প্রার্থী৷ রাজনৈতিক কচকচানি নয়৷ ভোটের প্রচারে খালিদ প্রতিশ্রুতি দিচ্ছেন স্মার্ট গ্রাম, সিনেমা-থিয়েটার হল, স্টেডিয়াম, সৌরবিদ্যুতের মতো জনগণের প্রয়োজনীয় এবং প্রত্যাশিত পরিষেবার৷ খালিদ বলছেন, ‘আমার প্রচারে স্লোগান একটাই – মিথ্যে ছাড়ো, সত্য বলো৷ আমি সেসবই বলছি, তা আমি পালন করতে পারব৷ দেখেছি, যত বড় দল, তত বেশি মিথ্যে বলে৷ আমি বেশি কিছু বলছি না৷ জানি, এখানকার মানুষের কী প্রয়োজন৷ সেটুকু পূরণের চেষ্টা করছি৷’ মোদ্দা কথা, বিজেপির মার্কামারা ইমেজ ছেড়ে শ্রীনগরের এই প্রার্থী একেবারেই অন্যরকম৷ ভোটযুদ্ধে তাঁর স্ট্র্যাটেজিও আলাদা৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement