সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মীরট থেকে পদ্ম শিবিরের হয়ে প্রার্থী হয়েছেন টেলিপর্দার রাম। রামরাজ্যের এই তারকা প্রার্থী ইতিমধ্যেই রাজনীতি বিশেষজ্ঞদের আতসকাচে! তাঁর প্রতিমূহূর্তের পদক্ষেপ বর্তমানে চর্চায়। এবার ভোট প্রচারের ময়দানে শ্রীরামের ছবি বুকে আঁকড়ে দেখা গেল টেলিপর্দার ‘রাম’ অরুণ গোভিলকে। যে দৃশ্য নিয়ে ইতিমধ্যে নেটপাড়ায় তুলকালাম। আপত্তি তুলে কমিশনের কাছে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ জানিয়েছেন একাংশ।
শুধু তাই নয়, মীরটের পল্লবপুরমে ভোটপ্রচার করতে গিয়ে বিক্ষোভের মুখেও পড়তে হয়েছে অরুণ গোভিলকে। ‘গো ব্যাক’ স্লোগানে বিজেপি প্রার্থীকে ঘিরে ক্ষোভপ্রকাশ করেছেন সেখানকার বাসিন্দারা। তবে অরুণ গোভিল বললেন অন্য কথা। জানালেন, “জনতার থেকে ভালো সাড়া পাচ্ছি প্রচারে গিয়ে। অনেক বৃদ্ধারা মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন। এর থেকে বড় আর কী-ই বা হতে পারে?”
একদিকে ভোটযুদ্ধ, আরেকদিকে রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর (Ranbir Kapoor’s Ramayana) শুটিংয়ে ব্যস্ত বিজেপি প্রার্থী অরুণ গোভিল (Arun Govil)। চব্বিশের লোকসভা ভোটে ‘রামরাজ্য’ থেকেই নির্বাচনী লড়াই লড়বেন টেলিপর্দার ‘রাম’। জয় শ্রীরাম ধ্বনিতে ইতিমধ্যেই ভোটের ময়দানে নেমে পড়েছেন অরুণ। বিজেপি যেখানে ইতিমধ্যেই চ্যালেঞ্জ ছুড়েছে যে, উত্তরপ্রদেশে ৮০টি আসনই তাঁদের হবে। সেখানে মীরট থেকে অরুণের লড়াই খুব একটা কঠিন হবে বলে মনে করছে না রাজনৈতিকমহল। তবে প্রচারের ময়দানে গিয়ে ‘গো ব্যাক’ স্লোগান শুনতে হল টেলিপর্দার ‘রাম’কে।
BJP. Election
Candidate Commission pic.twitter.com/J0lDDpAgFW— Nehr_who? (@Nher_who) April 8, 2024
ভারতীয় জনতা পার্টির টিকিট পেয়েই উচ্ছ্বসিত অরুণ গোভিল নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে বলেছিলেন, “যাঁরা আমাকে এই বড় দায়িত্বের জন্য মীরাটের বিজেপি প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন। ভারতীয় জনতা পার্টির মান রাখার জন্য আমি সর্বৈব চেষ্টা করব। জনসাধারণের আশা-আকাঙ্ক্ষার মেটানোর চেষ্টাও করব। জয় শ্রী রাম।” এদিকে বলিউডের নতুন ‘রামায়ণ’-এ তাঁকে দেখা যাবে দশরথের ভূমিকায়। নীতিশ তিওয়ারির ছবির সেট থেকে ফাঁস হওয়া ছবিই তার প্রমাণ। বর্তমানে দুদিকই সামলাতে হচ্ছে অরুণ গোভিলকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.