সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “বিজেপি কখনও নরেন্দ্র মোদি বা অমিত শাহ’র একার দল হয়ে যেতে পারে না। বিজেপি একটি আদর্শবাদী দল। কখনওই ব্যক্তিকেন্দ্রিক হয়ে যেতে পারে না।” বক্তা কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি। তাঁর সাফ কথা, “বিজেপি কখনওই ব্যক্তিকেন্দ্রিক দল ছিল না। বিজেপি কখনও বাজপেয়ীর দল হয়ে যায়নি, আডবানীর দল হয়ে যায়নি। আর এটা কখনই নরেন্দ্র মোদি বা অমিত শাহ’র দল হয়ে যেতে পারে না।”
নরেন্দ্র মোদি-অমিত শাহ’র পরে বিজেপিতে সবচেয়ে প্রভাবশালী নেতাদের তালিকা তৈরি করলে, অবশ্যই উপরের সারিতে উচ্চারিত হবে নীতীন গড়করির নাম। জনপ্রিয়তার নিরিখে হয়তো গেরুয়া শিবিরের অনেক নেতাই গড়করিকে ছাপিয়ে যাবেন, কিন্তু গড়করি উঠে এসেছেন আরএসএসের আঁতুরঘর থেকে। আর সেকারণেই বিজেপিতে তিনি প্রভাবশালী। তাঁর বক্তব্যকে অনেক সময় আরএসএসের বক্তব্য বলেই ধরে নেন রাজনৈতিক মহলের অনেকে। গড়করির এ হেন বক্তব্যকে তাই অনেকে মোদি-শাহ জুটির উদ্দেশ্যে আরএসএসের বার্তা হিসেবে দেখছেন।
যদিও, এরপর নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলছেন, “বিজেপি মোদি-কেন্দ্রিক দল হয়ে গিয়েছে এটা বলা একেবারেই ঠিক নয়। তবে হ্যাঁ, মোদি এবং বিজেপি একে অপরের পরিপূরক। কারণ, বিজেপি যতই শক্তিশালী হোক না কেন নেতা যদি দুর্বল হয় তাহলে মানুষ সমর্থন করবে না। বিজেপি আদর্শবাদী দল, তাই কোনও পরিবারতন্ত্রও এখানে চলে না।”
প্রশ্ন হচ্ছে, ভোটের মুখে একথা বলে কি নীতীন গড়করি দলে মোদি-শাহ’দের গুরুত্ব কমিয়ে দিতে চাইলেন? কারণ, এর আগে একাধিকবার বিজেপিতে মোদি-শাহ’র বিকল্প হিসেবে অস্ফুটে উচ্চারিত হয়েছে গড়করির নাম। আরএসএসের একাংশ নাকি গড়করিকে প্রধানমন্ত্রী হিসেবেও দেখতে চেয়েছেন। এর মধ্যে কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.