Advertisement
Advertisement

Breaking News

Mahua Moitra

এথিক্স কমিটির ‘গোপনীয়তা’ ভেঙেছেন মহুয়া, অভিযোগ তুলে নিন্দায় সরব বিজেপি

এদিন সকালে এথিক্স কমিটিতে হাজিরা দেন তৃণমূল সাংসদ।

BJP attacks Mahua Maitra। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:November 2, 2023 6:15 pm
  • Updated:November 2, 2023 6:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভার এথিক্স কমিটিতে টাকার বদলে প্রশ্ন বিতর্কের শুনানি ঘিরে বিতর্ক অব্যাহত। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra) অনৈতিক, ব্যক্তিগত এবং অশালীন প্রশ্ন করার অভিযোগ উঠল খোদ কমিটির চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ বিনোদ সোনাকারের বিরুদ্ধে। যার প্রতিবাদে মহুয়া-সহ ওই কমিটির সব বিরোধী সদস্য ওয়াক আউট করেছেন। এদিকে মহুয়াকেও পালটা আক্রমণ করেছে বিজেপি (BJP)। সাংসদ অপরাজিতা সারঙ্গির অভিযোগ, এথিক্স কমিটিতে যা কথা হয় সবই গোপনীয়। সেকথা বাইরে গিয়ে বলে অনৈতিক কাজ করেছেন মহুয়া।

সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় তাঁকে বলতে শোনা গিয়েছে, ”সংসদীয় কমিটির প্রক্রিয়া প্রকৃতিগত ভাবেই গোপনীয়। সুতরাং তিনি (মহুয়া মৈত্র) যা করেছেন তা ভুল। ওঁরা বাইরে এসে কমিটিতে কী কথা হয়েছে সব জানিয়ে দিয়েছেন। এটা ভুল। এটা করা ওঁর ঠিক হয়নি। এই বিষয়গুলি অত্যন্ত গোপনীয়। মহুয়া মৈত্রর এহেন আচরণ নিন্দনীয়। আমাদের চেয়ারম্যানের উদ্দেশে অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন উনি। কমিটির চেয়ারপার্সন তাঁকে যে প্রশ্ন করেছেন তার কোনও উত্তরও দেননি। বরং বাইরে এসে সবাই মিলে হুজ্জুতি করেছেন।”

Advertisement

[আরও পড়ুন: জন্মদিনে নতুন জন্ম শাহরুখের, ‘পাঠান’, ‘জওয়ান’ পোশাক ছেড়ে ‘ডাঙ্কি’তে বাদশার কোন অবতার?]

এদিকে বিজেপি (BJP) সাংসদ নিশিকান্ত দুবেও মহুয়াকে আক্রমণ করে জানিয়েছেন, ”উনি সাক্ষাৎকার দিয়েছেন। ভিতরে কমিটির সামনে কী বলেছে তাও উদ্ধৃত করেছেন। জনমানসে একটা ভুল ব্যাখ্যা করতে চেয়েছেন। আজ যা হল তা সংসদীয় ইতিহাসের কালো দিন।”
উল্লেখ্য, এদিন সকালে এথিক্স কমিটিতে হাজিরা দেন মহুয়া। কমিটির ১১ সদস্যের মধ্যে ৫ জন বিরোধী শিবিরের। ৬ জন বিজেপির। বৈঠক চলাকালীন বিজেপি সাংসদরা তাঁকে চেপে ধরার চেষ্টা করেন বলে সূত্রের খবর। পরে গেরুয়া শিবিরের তরফে অভিযোগ করা হল মহুয়ার বিরুদ্ধে। সব মিলিয়ে গোটা বিষয়টি ঘিরেই দিনভর অব্যাহত ছিল বিতর্ক।

[আরও পড়ুন: মণিপুরে ফের অস্ত্রাগার লুন্ঠনের চেষ্টা, মুখ্যমন্ত্রী বীরেনের বাংলোর কাছেই অরাজকতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement