Advertisement
Advertisement
বিজেপি

জল্পনার অবসান, প্রথম দফায় রাজ্যের ২৮টি আসনে প্রার্থী ঘোষণা বিজেপির

প্রথম দফায় ১৮২টি আসনে প্রার্থী ঘোষণা বিজেপির৷

BJP announces first list of Lok Sabha 2019 candidates
Published by: Tanumoy Ghosal
  • Posted:March 21, 2019 8:04 pm
  • Updated:March 21, 2019 9:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে রাজ্য নেতাদের সঙ্গে সর্বভারতীয় সভাপতি অমিত শাহের ম্যারাথন বৈঠকে জট কাটল।  লোকসভা ভোটে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। যার মধ্যে নাম ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গের ২৮ জন প্রার্থীর৷ 

একনজরে বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা:

Advertisement

কোচবিহার: নিশীথ প্রামানিক

আলিপুরদুয়ার: জন বার্লা

জলপাইগুড়ি: জয়ন্ত রায়

রায়গঞ্জ: দেবশ্রী চৌধুরি

বালুরঘাট: সুকান্ত মজুমদার

মালদহ উত্তর:  খগেন মুর্মু

মালদহ দক্ষিণ: শ্রীরূপা মিত্র চৌধুরি

কৃষ্ণনগর: কল্যাণ চৌবে

বারাকপুর:অর্জুন সিং

দমদম: শমীক ভট্টাচার্য

বারাসত:  মৃণালকান্তি দেবনাথ

বসিরহাট: সায়ন্তন বসু

জয়নগর: অশোক কান্ডারি

মথুরাপুর: শ্যামপ্রসাদ হালদার

ঘাটাল:  ভারতী ঘোষ

তমলুক: সিদ্ধার্থ নস্কর

কলকাতা উত্তর: রাহুল সিনহা

কলকাতা দক্ষিণ: চন্দ্র বোস

যাদবপুর: অনুপম হাজরা

বীরভূম: দুধকুমার মণ্ডল

আরামবাগ:তপন রায়

হুগলি: লকেট চট্টোপাধ্যায়

শ্রীরামপুর: দেবজিৎ সরকার

মেদিনীপুর: দিলীপ ঘোষ

আসানসোল: বাবুল সুপ্রিয়

বিষ্ণুপুর: সৌমিত্র খাঁ

ঝাড়গ্রাম: কুনর হেমব্রম

বর্ধমান পূর্ব: পরেশচন্দ্র দাস

শুধু এ রাজ্যই নয়, প্রথম দফায় দেশের ১৮২টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বিজেপি। প্রত্যাশামতোই বারাণসী থেকে ফের প্রার্থী হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা ভোটে লড়ছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহও। গুজরাটের গান্ধীনগর থেকে প্রার্থী হয়েছেন তিনি। রাহুল গান্ধীর বিরুদ্ধে আমেঠিতে ফের স্মৃতি ইরানিকেই প্রার্থী করা হয়েছে। তবে পাটনা সাহিব থেকে টিকিট পাননি শক্রঘ্ন সিনহা। ওই কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী রবিশংকর প্রসাদ। উত্তরপ্রদেশের লখনউ-এ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও নাগপুরে আর এক কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়িকে প্রার্থী  করেছে বিজেপি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement