Advertisement
Advertisement

Breaking News

আদিবাসী মুখেই ভরসা, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল বিজেপি

মুখ্যমন্ত্রী পদে কাকে বেছে নিল গেরুয়া শিবির?

BJP announces CM of Chhattisgarh | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:December 10, 2023 4:09 pm
  • Updated:December 10, 2023 4:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ের (Chhattisgarh) মুখ্যমন্ত্রী হিসাবে আদিবাসী নেতার উপরে ভরসা রাখল বিজেপি। রবিবার সেরাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করা হয়েছে বিষ্ণু দেও সাইয়ের নাম। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী পদে অন্তত চারজনের নাম ঘোরাফেরা করছিল বিজেপি শিবিরে। শেষ পর্যন্ত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর উপরেই আস্থা রেখেছে দল।

মুখ্যমন্ত্রী বেছে নিতে রবিবার বৈঠকে বসে বিজেপি (BJP) নেতৃত্ব। রায়পুরের সেই বৈঠকের পরেই জানা যায়, আদিবাসী অধ্যুষিত রাজ্যটিতে মুখ্যমন্ত্রী হচ্ছেন বিষ্ণু দেও সাই। উল্লেখ্য, নরেন্দ্র মোদি সরকারের প্রথম মন্ত্রীসভায় ছিলেন তিনি। ইস্পাত, খনি, শ্রম মন্ত্রকের দায়িত্বে ছিলেন এই আদিবাসী নেতা। ২০২০ থেকে ২০২২ পর্যন্ত ছত্তিশগড় বিজেপির প্রধানও ছিলেন ৫৯ বছর বয়সি বিষ্ণু। 

[আরও পড়ুন: বাবার থেকে টাকা হাতাতে অপহরণের নাটক, মুক্তিপণের জন্য QR কোড পাঠাল ছেলে, তারপর..]

কংগ্রেসকে গদিচ্যুত করে ক্ষমতায় এসেছে বিজেপি। তার পর থেকেই জল্পনা চলছিল, সম্ভবত মুখ্যমন্ত্রী হতে চলেছেন বিজেপি নেতা রমন সিং। ফল প্রকাশের পরেই কংগ্রেস জমানার দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন তিনি। দৌড়ে ছিলেন আদিবাসী উন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রেনুকা সিং। এছাড়াও রাজ্যসভার প্রাক্তন সংসদ রামবিচার নেতামের কথাও বলেছিলেন কেউ কেউ। 

জানা গিয়েছে, ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী সংঘ পরিবারের বেশ ঘনিষ্ঠ। এছাড়াও রাজনীতিতে তাঁর স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে। দুয়ে মিলিয়েই বেছে নেওয়া হয়েছে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীকে। 

[আরও পড়ুন: নৌসেনায় ১১ হাজার কর্মীর ঘাটতি, শূন্য বহু আধিকারিকের পদও! মানল কেন্দ্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement