Advertisement
Advertisement

Breaking News

উড়তে গিয়ে চপারের ঘূর্ণিপাক, বরাতজোরে বাঁচলেন আলোয়ারের বিজেপি সাংসদ!

ভাইরাল হয়েছে এই ঘটনার ভিডিও।

Bjp Alwar mp has close brush with death as chopper goes into spiral
Published by: Soumya Mukherjee
  • Posted:June 30, 2019 7:35 pm
  • Updated:July 1, 2019 12:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হতে যাচ্ছিল আরেকজন রাজনৈতিক নেতার। ভাগ্যক্রমে ও পাইলটের উপস্থিত বুদ্ধির জোরে শেষপর্যন্ত রক্ষা পেলেন তিনি। ফিরে এলেন যমরাজার দরজা থেকে! রবিবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের আলোয়ারের কোট কাসিম এলাকায়।

[আরও পড়ুন- বিধায়কের ভাইয়ের দাদাগিরি! গাছ পুঁততে গিয়ে বেধড়ক মার খেলেন মহিলা ফরেস্ট অফিসার]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলোয়ারের কোট কাসিম এলাকার একটি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন স্থানীয় বিজেপি সাংসদ মহন্ত বালকনাথ। সেখান থেকে হেলিকপ্টারে ফেরার সময় ঘটে যায় বিপত্তি। স্থানীয় একটি মাঠে তৈরি হওয়া অস্থায়ী হেলিপ্যাড থেকে টেকঅফ করে একটু উপরেই ঘুরপাক খেতে থাকে সেটি। বিষয়টি প্রথমে বুঝতে পারেনি সেখানে উপস্থিত হওয়া মানুষজন। কিন্তু, পরে বুঝতে পেরে প্রিয় নেতার কী অবস্থা হবে ভেবে আতঙ্কিত হয়ে পড়েন। যদিও শেষপর্যন্ত ভাগ্যের অশেষ কৃপা ও পাইলটের উপস্থিত বুদ্ধির জেরে প্রাণ বাঁচে তাঁর। হেলিকপ্টারটি উড়িয়ে নিয়ে থেকে সক্ষম হন পাইলট

Advertisement

ওই সময়ে তোলা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একটি মাঠ থেকে হেলিকপ্টারটি সবেমাত্র কিছুটা উপরে উঠেছে। কিন্তু, তারপরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে পাইলট। তাই মাটি থেকে কিছুটা উপরে বনবন করে ঘুরছে সেটি। মাঠের ধারে দাঁড়িয়ে থাকা মানুষজন প্রথমে বুঝতে পারেননি বিষয়টি। তাই হেলিকপ্টারের দিকে তাকিয়ে সমানে হাত নাড়ছেন। কিন্তু, বেশ কিছুক্ষণ ধরে হেলিকপ্টারটিকে ঘুরপাক খেতে দেখে আতঙ্কিত পড়ে তাঁরা। এদিক-ওদিক দৌড়তে শুরু করেন। ঠিক তখনই হেলিকপ্টারটিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হন পাইলট। তারপরই উড়ে যান নিজের গন্তব্যের দিকে।

[আরও পড়ুন-বাড়ছে স্বার্থের সংঘাত, কাশ্মীরে দ্বিধাবিভক্ত হিজবুল-লস্কর-আইএস]

প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৯ সালের সেপ্টেম্বর মাসে এই রকম একটি হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল অবিভক্ত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডির। ২০১১ সালের এপ্রিল মাসেও হেলিকপ্টার ভেঙে মৃত্যু হয় অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী দোরজি খাণ্ডুর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement