সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরে একবার আসেন৷ দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কিছু না জেনেই মন্তব্য করে বসেন৷ এমন ‘পার্টটাইম পলিটিশিয়ান’ প্রিয়াঙ্কার মন্তব্যকে গ্রাহ্য করার কোনও প্রয়োজন নেই৷ এই ভাষাতেই প্রিয়াঙ্কা গান্ধীকে কটাক্ষ করল বিজেপি৷
ভারতীয় সেনাকে পেট্রল বোমা দিয়ে আক্রমণের ছক বিচ্ছিন্নতাবাদীদের
উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে গাঁটছড়া বেঁধেছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি৷ জোটের হয়েই ভাই রাহুলের সঙ্গে প্রচারে গিয়েছিলেন প্রিয়াঙ্কা৷ কংগ্রেসের শক্ত ঘাটি রায়বরেলির প্রচার মঞ্চ থেকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বহিরাগত’ বলে আক্রমণ করেন প্রিয়াঙ্কা৷ ক’দিন আগেই উত্তরপ্রদেশে প্রচারে এসে মোদি বলেছিলেন, তিনি উত্তরপ্রদেশের সন্তান৷ তাঁকে দত্তক নিয়েছেন এখানকার লোকেরা৷ সেই প্রসঙ্গ তুলে প্রিয়াঙ্কা কটাক্ষ করেন, উত্তরপ্রদেশের বাইরের কাউকে দত্তক নেওয়ার প্রয়োজন আছে কি? উন্নয়নের জন্য এখানে কোনও যুবনেতা নেই? রাহুলজি-অখিলেশজি সামনেই রয়েছেন, যাঁরা এই মাটিতেই বড় হয়েছেন৷
অন্তঃসত্ত্বাদের জন্য আর্থিক বরাদ্দ কমাল কেন্দ্র
এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই বিজেপি নেতা এস প্রকাশ বলেন, প্রিয়াঙ্কা ‘পার্টটাইম পলিটিশিয়ান’৷ নোট বাতিলের মতো সিদ্ধান্ত দেশে কী প্রভাব ফেলেছে, তা তিনি জানেনই না৷ বছরে একবার করে আসেন৷ দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের আগাগোড়া কিছু না জেনে আলটপকা মন্তব্য করে চলে যান৷ এমন ব্যক্তির মন্তব্যকে গুরুত্ব না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি৷
নম্বর বাড়ানোর দাবিতে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.