Advertisement
Advertisement
আর্থিক মন্দা

আর্থিক মন্দা হলে লোকে পোশাক কিনছে কী করে? আজব যুক্তি বিজেপি সাংসদের

উত্তরপ্রদেশের ওই সাংসদের মন্তব্যের জেরে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে।

Bizarre! BJP MP says if there's a recession, people won't be buying clothes

বীরেন্দ্র সিং মাস্ত

Published by: Soumya Mukherjee
  • Posted:February 10, 2020 5:23 pm
  • Updated:February 10, 2020 5:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের আর্থিক হাল খারাপ বলে বেশ কিছুদিন ধরেই চিন্তায় রয়েছেন আর্থিক বিশেষজ্ঞরা! ঘনিষ্ঠ মহলে নাকি বিষয়টি নিয়ে উদ্বেগ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। কীভাবে এই অবস্থায় থেকে দেশকে উদ্ধার করা যায় তা নিয়ে নিরন্তর গবেষণাও চলছে! গত পয়লা ফেব্রুয়ারি সংসদে পেশ হওয়া বাজেটের মাধ্যমে কেন্দ্রীয় অর্থমন্ত্রী আর্থিক হাল ফেরানোর চেষ্টা করেছেন। সম্প্রতি এমনই দাবি জানানো হয়েছে গেরুয়া শিবিরের একাংশের তরফে। অন্যদিকে এই বাজেটকে দিশাহীন ও প্রহসন বলে কটাক্ষ করেছে বিরোধীরা। এর মাঝেই এই বিষয়ে আজব একটি মন্তব্য করে বিতর্ক তৈরি করলেন এক বিজেপি সাংসদ। উত্তরপ্রদেশের বালিয়া (Ballia) লোকসভা কেন্দ্রের ওই সাংসদের নাম বীরেন্দ্র সিং মাস্ত।

রবিবার নিজের লোকসভা কেন্দ্রের একটি এলাকায় আয়োজিত অনুষ্ঠানে গিয়েছিলেন ওই বিজেপি সাংসদ। সেখানে বক্তব্য রাখার সময় আচমকা দেশের অর্থনৈতিক অবস্থার বিষয়ে আলোচনা করতে শুরু করেন। আর এখানেই বাঁধে বিপত্তি। অর্থনীতির বিশেষজ্ঞরা যেখানে দেশের আর্থিক হাল খারাপ বলে চিন্তা করছেন। এই অবস্থা থেকে দেশকে বাঁচানোর উপায় খুঁজছেন অর্থ মন্ত্রকের আমলারা। ঠিক তখনই দেশের আর্থিক হাল অনেক ভাল বলে উল্লেখ করলেন বীরেন্দ্র সিং। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যিই যদি দেশের আর্থিক হাল খারাপ হত তাহলে আমরা সবাই এখানে ধুতি ও কুর্তা পরে আসতাম। কোট ও জ্যাকেট পরে নয়। মন্দা চলছে কিনতে পারতাম না অন্য পোশাক, প্যান্ট এবং পাজামাও।’

Advertisement

[আরও পড়ুন: গার্গী কলেজের ঘটনায় ক্ষুব্ধ কেজরিওয়াল, উপাচার্যের অপসারণের দাবিতে ছাত্রী-বিক্ষোভ]

 

এরপরই গ্রামীণ অর্থনীতি শক্তিশালী বলে বিশ্বজুড়ে খারাপ হাল হওয়া সত্ত্বেও ভারতের কোনও অসুবিধা নেই বলে উল্লেখ করেন তিনি। বলেন, ‘ভারত শুধুমাত্র শহরের নয় গ্রামেরও দেশ। এখানে দিল্লি, মুম্বই,চেন্নাই ও কলকাতার মতো মেট্রোপলিটন শহরের পাশাপাশি সাড়ে ৬ লক্ষের বেশি গ্রামও আছে। আর ব্যাংকিং সংস্থাগুলি সূত্রে জানা যায়, তাদের কাছে জমা পড়া বেশিরভাগ অর্থই গ্রামের শাখাগুলি থেকে আসে। তাই যতদিন গ্রামীণ অর্থনীতি শক্তিশালী থাকবে ততদিন ভারতের আর্থিক হাল খারাপ হওয়ার কোনও সম্ভাবনা নেই।’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement